দেওয়ান সামান উদ্দিন ।
দীর্ঘদিনের ভোগান্তির অবসান, মিথ্যা মামলা প্রত্যাহার ও রাস্তার দাবিতে গাজীপুর মহানগর কাশিমপুরে মানববন্ধন করেছে ভুক্তভোগী এলাকাবাসী । সোমবার কাশিমপুর ২ নম্বর ওয়ার্ডের লতিফপুরের মোহাম্মদী নগর এলাকায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থী, শ্রমজীবী মানুষ, চাকরিজীবী নারী-পুরুষসহ কয়েক হাজার মানুষ অংশগ্রহণ করেন।মানববন্ধনে অংশগ্রহণকারীরা জানান “রাস্তার বেহাল দশার কারণে আশপাশের একাধিক স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীরা নিয়মিত শিক্ষা প্রতিষ্ঠানে যেতে পারছে না। জরুরি রোগী, বিশেষ করে গর্ভবতী মা-বোনদের সময় মতো হাসপাতালে নেওয়া কঠিন হয়ে পড়ে। অনেক সময় এতে রোগীর জীবন ঝুঁকির মুখে পড়ে।”তারা আরো বলেন এলাকাটি একটি শিল্পাঞ্চল হওয়ায় শ্রমিক ও চাকরিজীবীদের সময়মতো কর্মস্থলে পৌঁছাতে প্রতিনিয়ত ভোগান্তি পোহাতে হচ্ছে। দ্রুত রাস্তা সংস্কার হলে এই অঞ্চলের মানুষের দীর্ঘ ২০ বছরের কষ্ট লাঘব হবে।রাস্তা সংস্কারের দাবি ও তদবির করায় একটি কুচক্রী মহল এলাকাবাসীর বিরুদ্ধে তিনটি মিথ্যা মামলা দায়ের করেছে।” ভোক্ত ভোগিরা দ্রুত রাস্তা সংস্কারের পাশাপাশি এসব মিথ্যা মামলা প্রত্যাহারের জোর দাবি জানান।মানববন্ধনে নেতৃত্ব দেন স্থানীয় বাসিন্দা রফিকুল ইসলাম সোহেল, মো. কবির হোসাইন, নাগর মাতাব্বর, মাহবুবুর রহমান, খাইরুল ইসলাম, হাফিজ খাঁন, মো. শাহ আলম, হারুনুর রশিদসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
