১০
শাহারাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর মাহবুবুর রহমানের দায়িত্বভার গ্রহণ
নিজস্ব প্রতিবেদকঃ শাহরাস্তি থানার নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে মীর মাহবুবুর রহমান যোগদান করেছেন। শুক্রবার (২ জানুয়ারি ) দুপুরে তিনি কর্মস্থলে যোগদান করে সদ্য বিদায়ী ভারপ্রাপ্ত কর্মকর্তা মইনুল ইসলামের কাছ থেকে দায়িত্ব বুঝে নেন।
এর আগে তিনি চাঁদপুর জেলা পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন ( পিবিআই) ও অতিরিক্ত পুলিশ সুপার( সদর সার্কেল) অফিসে সুনামের সাহিত দায়িত্ব পালন করেছিলেন।
মোহাম্মদ আবুল বাসার ২০০৫ সালে উপ-পরিদর্শক (এসআই) পদে পুলিশে যোগদান করেন।
নবাগত ওসি মীর মাহবুবুর রহমান , আইন শৃঙ্খলা রক্ষা, মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ ও সন্ত্রাস দমনে সকলের সহযোগিতা কামনা করেছেন।
