৩
দেওয়ান সামান উদ্দিন।
বিশ্বের সকল জীবের শান্তি ও কল্যাণ কামনায় মহানাম যজ্ঞানুষ্ঠানের অষ্টকালীন লীলা কীর্তনে হিন্দু সম্প্রদায়ের সাথে শুভেচ্ছা বিনিময় এবং ধানের শীষের পক্ষে ভোট চেয়ে ভাতগ্রাম রাধাগোবিন্দ নাটমন্দিরে উপস্থিত হন টাঙ্গাইল-৭ আসনে বিএনপি মনোনীত এমপি প্রার্থী এবং বিএনপি জাতীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক ও সাবেকএমপি,জননেতা_আবুল_কালাম_আজাদ_সিদ্দিকী।
উক্ত মহানাম যজ্ঞানুষ্ঠানের লীলা কীর্তনে উপস্থিত ছিলেন মির্জাপুর উপজেলা বিএনপি এবং উপজেলার অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও ইউনিয়ন বিএনপিসহ ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
