মুন্সিগঞ্জের প্রতিনিধি :
মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় প্রবাহমান একটি খাল দখল করে ব্যক্তিগত যাতায়াতের উদ্দেশ্যে স্টিলের সেতু নির্মাণের কাজ বন্ধ করে দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার মো. মাহমুদুল হাসান।
সরজমিনে জানা যায় উপজেলার ইমামপুর ইউনিয়নের মাথাভাঙা গ্রামের চালকান্দি এলাকায় ভবেরচর-উপজেলা হাইওয়ে সড়কের সঙ্গে নিজ বাড়ির সংযোগ স্থাপনের জন্য অনুমোদন ছাড়াই খালের ওপর পিলার বসিয়ে স্টিলের ব্রিজ নির্মাণ করছিলেন স্থানীয় ইউপি সদস্য আ. আজিজের ছোট ভাই আব্দুল জলিল বেপারী।
আজ শুক্রবার বিকেলে সরেজমিনে গিয়ে দেখা যায়, পিলার নির্মাণের কাজে প্রায় ১০ থেকে ১২ জন শ্রমিক ব্যস্ত সময়ের মধ্যে কাজ চালিয়ে যাচ্ছেন। স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, কোনো পরিকল্পনা ও অনুমোদন ছাড়াই এই সেতু নির্মাণ করা হলে খালের স্বাভাবিক পানি প্রবাহ ব্যাহত হবে। পাশাপাশি বর্ষা মৌসুমে খাল দিয়ে চলাচলকারী বাল্কহেড ও ট্রলারের চলাচলেও প্রতিবন্ধকতা সৃষ্টি হবে।
এ বিষয়ে আব্দুল জলিল বেপারী বলেন, “এখানে প্রতি বছর বাঁশের সাঁকো বানাতে হয়। চালকান্দি এলাকার প্রায় ২৫ থেকে ৩০টি পরিবারের যাতায়াত সুবিধার কথা বিবেচনা করে নিজ উদ্যোগে ও নিজ খরচে সেতুটি নির্মাণ করছি।”
গোপন সূত্রে আরো জানা যায় আব্দুল জলিল বেপারী এই বাড়িটি নির্মাণের পূর্বে সরকারি বরাদ্দকৃত সোলার স্টেট লাইটটি তার বাড়িতে টাকার বিনিময়ে অবৈধভাবে ক্রয় করে স্থাপন করে।
উপজেলা প্রকৌশলী সামিউল আরফিন জানান, “কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান অনুমোদন ছাড়া খালের ওপর স্টিল বা আরসিসি কাঠামো নির্মাণ করতে পারে না। এটি সম্পূর্ণ অবৈধ।”
উপজেলা নির্বাহী অফিসার মো. মাহমুদুল হাসান বলেন, “স্থানীয় গণমাধ্যমের মাধ্যমে খবর পেয়ে পুলিশ নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে নির্মাণ কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। একই সঙ্গে সকল অবৈধ স্থাপনা দ্রুত অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে। অভিযুক্ত ব্যক্তি ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ায় তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি। তবে নির্ধারিত সময়ের মধ্যে স্থাপনা সরিয়ে না নিলে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
