মাগুরা প্রতিনিধি
বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপারসন ও আপসহীন গণতান্ত্রিক আন্দোলনের প্রতীক দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও শ্রদ্ধা নিবেদনের অংশ হিসেবে মাগুরা জেলা জাসাসের উদ্যোগে শোক বইয়ে স্বাক্ষর কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকালে মাগুরা হোসেন শহীদ সোহরাওয়ার্দী সরকারি কলেজ এর সামনে আয়োজিত এ কর্মসূচিতে শোকাবহ পরিবেশে উপস্থিত ছিলেন জেলা জাসাস এর আহ্বায়ক কাজী সিরাজ উদ্দিন মিহির, সদস্য সচিব, এম রেজা ফেরদৌস, যুগ্ন আহবায়ক মাসুদ সিদ্দিকী ও জাসাসের অন্যান্য নেতৃবৃন্দ। দলীয় নেতাকর্মী, শুভানুধ্যায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শোক বইয়ে স্বাক্ষরের মাধ্যমে তাঁদের গভীর শোক ও ভালোবাসা প্রকাশ করেন।
কর্মসূচি উপলক্ষে জাসাস জেলা কমিটির সদস্য সচিব এম রেজা ফেরদৌস বলেন,
বেগম খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম, গণতন্ত্র পুনরুদ্ধারে অবদান ভোলার নয়। এবং দেশ ও জনগণের প্রতি আজীবন ভালোবাসা মমতা ছিল অনেক বেশি. তিনি ছিলেন একমাত্র আপসহীন নেত্রী যার অবদানের কথা বলে শেষ করা যাবে না তিনি আরো বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন আপসহীন নেতৃত্বের প্রতীক। তাঁর অবদান ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে, আমি তাঁর আত্মার শান্তি কামনা করছি।
মাগুরা জেলা জাসাস যুগ্ন আহবায়ক মাসুদ সিদ্দিকী বলেন, এই শোক বইয়ে স্বাক্ষর কর্মসূচির মাধ্যমে শুধু আনুষ্ঠানিকতা নয়, বরং একজন মহীয়সী নেত্রীর প্রতি গভীর শ্রদ্ধা, ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে। আরও বলেন, দেশনেত্রীর আদর্শ ও সাহসী নেতৃত্ব আগামী প্রজন্মকে পথ দেখাবে।
শোক বইয়ে স্বাক্ষর কর্মসূচি চলাকালে সমবেত কণ্ঠে তাঁর আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।
