হাফিজুর রহমান:
ন্যাশনাল ব্যাংক পিএলসির প্রায় ৯০৩ কোটি ৬৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংকটির সাবেক পর্যবেক্ষক ও বর্তমানে ডেপুটি গভর্নর ড. মো. কবির আহাম্মদসহ ২৬ জনের বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দুদকের পক্ষ থেকে জানানো হয়েছে, ভুয়া কাগজপত্র ও জাল-জালিয়াতির মাধ্যমে ভুয়া নাগরিক কাজের চুক্তি দাখিল করে এসব অর্থ আত্মসাৎ করা হয়েছে। রোববার (৪ জানুয়ারি) দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন মামলার অনুমোদনের বিষয়টি নিশ্চিত করেন।
মামলার আসামিদের মধ্যে আরও রয়েছেন ন্যাশনাল ব্যাংকের সাবেক পরিচালক রন হক সিকদার, পারভীন হক সিকদার ও মনোয়ারা সিকদার। এছাড়া ব্যাংকটির সাবেক ও বর্তমান শীর্ষ কর্মকর্তাসহ একাধিক ব্যবসায়ী প্রতিষ্ঠানের মালিক ও পরিচালককে আসামি করা হয়েছে।
অন্য আসামিদের মধ্যে রয়েছেন—
ব্যাংকের সাবেক সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও শাখা ব্যবস্থাপক মো. হাবিবুর রহমান, ডিএমডি আরীফ মো. শহীদুল হক, সাবেক ব্যবস্থাপনা পরিচালক চৌধুরী মোসতাক আহমেদ (সি এম আহমেদ), সাবেক অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এম এ ওয়াদুদ, এ এস এম বুলবুল, ভাইস প্রেসিডেন্ট আবু রাশেদ নওয়াব, সাবেক পরিচালক খলিলুর রহমান ও মাবরুর হোসেনসহ বিভিন্ন প্রতিষ্ঠানের এমডি ও পরিচালকরা।
মামলার অভিযোগে বলা হয়েছে, ক্ষমতার অপব্যবহার ও অপরাধমূলক বিশ্বাসভঙ্গের মাধ্যমে অভিযুক্তরা ভুয়া নাগরিক কাজের চুক্তির ভিত্তিতে ৬০০ কোটি টাকা ঋণ অনুমোদন ও উত্তোলন করেন। পরে নগদ, পে-অর্ডার ও ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে অর্থ স্থানান্তর ও রূপান্তর করে ঋণের সম্পূর্ণ অর্থ আত্মসাৎ করা হয়।
দুদকের হিসাব অনুযায়ী, ২০২৫ সালের সেপ্টেম্বর পর্যন্ত অনাদায়ী সুদ ও অন্যান্য চার্জ যোগ হয়ে ব্যাংকের আর্থিক ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে ৯০৩ কোটি ৬৭ লাখ ২ হাজার ৬২১ টাকা।
আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৯, ৪২০, ৪৬৭, ৪৬৮, ৪৭১ ও ১০৯ ধারাসহ ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইন এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ অনুযায়ী অভিযোগ আনা হয়েছে।
