খন্দকার মাসুদ রানা ভূঞাপুর (প্রতিনিধি( টাঙ্গাইল) টাঙ্গাইলের ভূঞাপুরে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে “গোবিন্দাসী ক্যাডেট স্কুল” এর ১৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী, অভিভাবক সমাবেশ ও বার্ষিক পরীক্ষা-২০২৫ এর পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (০৭ জানুয়ারি) সকালে উপজেলার গোবিন্দাসী ক্যাডেট স্কুলের উদ্যোগে অত্র প্রতিষ্ঠানে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
গোবিন্দাসী ক্যাডেট স্কুলের পরিচালক মোঃ হারুন অর রশিদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুব হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাব্বির রহমান, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ শাহিনুর ইসলাম, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা মোঃ আমিনুল হক, গোবিন্দাসী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ মহির উদ্দিন, ভূঞাপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি শাহ আলম প্রামাণিক, সাধারণ সম্পাদক মোঃ কামাল হোসেন, গোবিন্দাসী ইউনিয়ন ভূমি অফিসের নায়েব মোঃ মনিরুজ্জামান প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন- ভূঞাপুর প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মোঃ মামুন সরকার, অত্র প্রতিষ্ঠানের পরিচালক ও ভূঞাপুর প্রেসক্লাবের অর্থ সম্পাদক কোরবান আলী তালুকদার, জাহিদুল ইসলাম জাহিদ, প্রেসক্লাবের ক্রীড়া সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ রফিকুল ইসলাম রবি, দপ্তর ও পাঠাগার সম্পাদক মাহমুদুল হাসান, সাংবাদিক আব্দুল লতিফ তালুকদার, ফরমান শেখ, আলমগীর হোসেন, মুহাইমিনুল ইসলাম হৃদয়, খন্দকার মাসুদ রানা সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক বৃন্দ ও ছাত্র ছাত্রীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে ২০২৫ সালের বার্ষিক পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী ছাত্র-ছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
