নীলফামারী-১ (ডিমলা-ডোমার) আসনে জাতীয় পার্টির (লাঙ্গল) মনোনীত প্রার্থী হিসেবে কর্নেল (অব.) মো. তসলিম উদ্দিন নির্বাচনে অংশগ্রহণের অনুমতি পেয়েছেন। জেলা প্রশাসকের কার্যালয়ে যাচাই-বাছাই শেষে তাঁর প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়।
এরপর আজ সকাল ১১টায় নীলফামারীর ডিমলা উপজেলার নিজ বাসভবনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দসহ ১০টি ইউনিয়ন ও বিভিন্ন ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদক এবং অন্যান্য পদমর্যাদার নেতাকর্মীরা।
মতবিনিময় সভায় কর্নেল (অব.) মো. তসলিম উদ্দিন নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, নির্বাচনী প্রচার-প্রচারণা অবশ্যই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বিধিমালা অনুযায়ী বৈধ ও শৃঙ্খলাপূর্ণ হতে হবে।
তিনি অবৈধ প্রচার, উসকানি কিংবা কোনো কুচক্রী মহলের অপপ্রচারে জড়িত না হতে সবাইকে কঠোরভাবে সতর্ক করেন।
এ সময় দেশপ্রেমিক ও ত্যাগী সংগঠক হিসেবে পরিচিত মাজেদ পাটোয়ারীসহ উপস্থিত নেতারা ঐক্যবদ্ধভাবে লাঙ্গল প্রতীকের পক্ষে গণসংযোগ জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন। বক্তারা বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের মাধ্যমে জনগণের রায় আদায় করাই তাদের মূল লক্ষ্য।
সভা শেষে দেশ ও জনগণের কল্যাণ কামনা করে সবাইকে ধন্যবাদ জানান কর্নেল (অব.) মো. তসলিম উদ্দিন।
