দেওয়ান সামান উদ্দিন
শহীদ শরীফ ওসমান হাদীর স্মরণে কালিয়াকৈর ইয়ুথ অ্যান্ড ওয়েলফেয়ার ক্লাবের উদ্যোগে এক মনোজ্ঞ দ্রোহের গান ও কাওয়ালী সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাতে চন্দ্রা পল্লীবিদ্যুত এলাকায় এই কাওয়ালী গানের আয়োজন করা হয় । অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর–১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী মোঃ শাহ আলম বকশী। তিনি তাঁর বক্তব্যে শহীদদের আত্মত্যাগ স্মরণ করে বলেন, তাঁদের আদর্শ ধারণ করেই ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।কালিয়াকৈর পৌরসভার আমির ইয়াসিন আলী মৃধার সভাপতিত্বে এ সময় আরো উপস্থিত ছিলেন খাজা বদরুদ্দোজা মডার্ন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মোঃ বখতিয়ার , কালিয়াকৈর ইয়ুথ অ্যান্ড ওয়েলফেয়ার ক্লাবের সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুর রহমান এবং ৭ নং ওয়ার্ডের সেক্রেটারি জসীমউদ্দীন সহ আরো অনেকে ।অনুষ্ঠানে দেশাত্মবোধক ও দ্রোহের গান এবং কাওয়ালী পরিবেশনার মাধ্যমে শহীদ শরীফ ওসমান হাদীর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। অনুষ্ঠানটি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে সম্পন্ন হয়।
