৬
মোঃ মনিরুজ্জামান, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধিঃ
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ঢালজোড়া ইউনিয়নের ঐতিহাসিক চিনাইল পাগল ধাম আশ্রম প্রাঙ্গণে আগামীকাল বুধবার থেকে শুরু হচ্ছে মাসব্যাপী ঐতিহ্যবাহী পৌষ সংক্রান্তির মেলা। প্রায় দুই শতাব্দীরও বেশি সময় ধরে চলে আসা এই মেলাটি কালিয়াকৈর অঞ্চলের ধর্মীয়, সামাজিক ও সাংস্কৃতিক ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে পরিচিত।
স্থানীয় প্রবীণদের ভাষ্যমতে, তৎকালীন সাধক চিনাইল পাগল বাবা এই আশ্রম প্রতিষ্ঠা করেন। তাঁর স্মৃতিকে কেন্দ্র করেই প্রতিবছর পৌষ সংক্রান্তিতে এই মেলার আয়োজন করা হয়। সময়ের সঙ্গে সঙ্গে মেলাটি শুধু ধর্মীয় আনুষ্ঠানিকতার মধ্যেই সীমাবদ্ধ না থেকে গ্রামীণ লোকজ সংস্কৃতি, বিনোদন ও ব্যবসা-বাণিজ্যের এক বৃহৎ মিলনমেলায় রূপ নিয়েছে।
মেলা উপলক্ষে ইতোমধ্যে দেশের বিভিন্ন অঞ্চল থেকে ভক্ত, অনুসারী ও দর্শনার্থীরা চিনাইল পাগল ধাম আশ্রমে ভিড় করতে শুরু করেছেন। মেলা প্রাঙ্গণে শত শত দোকানি তাদের পসরা সাজিয়ে বসেছেন। খেলনা, চুড়ি-মালা, বাঁশ ও কাঠের তৈরি সামগ্রী, মাটির তৈজসপত্র ও আসবাবপত্রের পাশাপাশি শিশু ও তরুণদের বিনোদনের জন্য নাগরদোলা, নৌকা দোলা ও চেয়ার ঘোরানিসহ নানা রকম আনন্দের ব্যবস্থা রাখা হয়েছে।
এছাড়াও গ্রামীণ ঐতিহ্যবাহী খাবার, পিঠা-পুলি ও মিষ্টান্নের দোকানগুলোতে ক্রেতাদের ব্যাপক ভিড় লক্ষ্য করা গেছে।
মেলা আয়োজনকে ঘিরে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে কড়া নজরদারি। কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এইচ এম ফখরুল হোসাইন জানান, মেলা কমিটির পক্ষ থেকে একটি লিখিত আবেদন পাওয়া গেছে, যা যাচাই-বাছাইয়ের জন্য গাজীপুর জেলা প্রশাসকের কাছে পাঠানো হয়েছে। যাচাই শেষে কোনো ধরনের অভিযোগ না থাকলে নির্ধারিত সময় পর্যন্ত মেলা চলবে বলে জানান তিনি।
তিনি আরও বলেন, মেলাকে ঘিরে কোনো ধরনের মাদক সংশ্লিষ্ট অভিযোগ কিংবা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হলে প্রশাসন কঠোর ব্যবস্থা গ্রহণ করবে এবং প্রয়োজনে মেলাটি বন্ধ করে দেওয়া হবে।
