নিজস্ব প্রতিবেদক : “সুদিনের সঞ্চয়ই দুদিনের বন্ধু— সঞ্চয় করুন, স্বাবলম্বী হোন”— এই মহৎ ও সময়োপযোগী স্লোগানকে ধারণ করে জনতা সমবায় কল্যাণ সমিতি দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের আর্থিক নিরাপত্তা নিশ্চিতকরণ ও স্বাবলম্বিতা গড়ে তোলার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সততা, স্বচ্ছতা ও দায়িত্বশীলতার মাধ্যমে সমাজের সর্বস্তরের মানুষের কাছে আস্থা ও বিশ্বাসের প্রতীক হয়ে উঠেছে এই সমিতি। এই ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে জনতা সমবায় কল্যাণ সমিতির উদ্যোগে শনিবার আয়োজন করা হয় এক বর্ণাঢ্য মিলন মেলা। সমিতির সদস্যবৃন্দ, শুভানুধ্যায়ী, কর্মকর্তা-কর্মচারী এবং আমন্ত্রিত অতিথিদের প্রাণবন্ত উপস্থিতিতে মিলন মেলাটি পরিণত হয় এক আনন্দঘন, উৎসবমুখর ও সৌহার্দ্যপূর্ণ মিলনমেলায়। মিলন মেলাকে কেন্দ্র করে আয়োজিত আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জনতা সমবায় কল্যাণ সমিতির ব্যবস্থাপনা পরিচালক মিলন কুমার শীল। তিনি তাঁর বক্তব্যে বলেন,
“সততা, স্বচ্ছতা ও দায়িত্ববোধ— এই তিনটি মূলনীতিকে সামনে রেখেই আমরা শুরু থেকেই জনতা সমবায় কল্যাণ সমিতির কার্যক্রম পরিচালনা করে আসছি। সদস্যদের অটুট বিশ্বাস ও ভালোবাসাই আমাদের এগিয়ে চলার সবচেয়ে বড় শক্তি ও প্রেরণা।”তিনি আরও উল্লেখ করেন, ক্ষুদ্র সঞ্চয়ের মাধ্যমে সাধারণ মানুষকে আর্থিকভাবে স্বাবলম্বী করে তোলা এবং তাদের ভবিষ্যৎ জীবনকে নিরাপদ ও সুসংহত করাই জনতা সমবায় কল্যাণ সমিতির প্রধান লক্ষ্য। মাত্র তিন বছরের পথচলায় সমিতি যে সাফল্য, অগ্রগতি ও গ্রহণযোগ্যতা অর্জন করেছে, তা সম্ভব হয়েছে সদস্য, কর্মকর্তা ও কর্মচারীদের সম্মিলিত প্রচেষ্টা, নিষ্ঠা ও আন্তরিকতার কারণে। আলোচনা সভায় উপস্থিত অন্যান্য বক্তারাও তাঁদের বক্তব্যে জনতা সমবায় কল্যাণ সমিতির ভূয়সী প্রশংসা করেন। তারা আশাবাদ ব্যক্ত করেন যে, ভবিষ্যতেও সমিতি তার নীতিগত আদর্শ অটুট রেখে সমাজ উন্নয়নমূলক কর্মকাণ্ডে আরও সক্রিয়, কার্যকর ও ইতিবাচক ভূমিকা পালন করবে। একই সঙ্গে মিলন মেলার মতো আয়োজনের মাধ্যমে সদস্যদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, ঐক্য, সহযোগিতা ও ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় হবে বলেও তারা মত প্রকাশ করেন।
অনুষ্ঠানের শেষ পর্বে আয়োজন করা হয় র্যাফেল ড্র। এতে লটারির মাধ্যমে তিনজন সৌভাগ্যবান সদস্যকে আকর্ষণীয় পুরস্কার প্রদান করা হয়, যা অনুষ্ঠানের আনন্দ ও উৎসাহকে আরও বাড়িয়ে তোলে। পরিশেষে কৃতজ্ঞতা জ্ঞাপন, ভবিষ্যৎ পরিকল্পনা বাস্তবায়নের দৃঢ় প্রত্যয় এবং সমিতির উত্তরোত্তর সাফল্য কামনার মধ্য দিয়ে অত্যন্ত সুন্দর ও সুশৃঙ্খলভাবে মিলন মেলার সমাপ্তি ঘোষণা করা হয়।
