গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-২ (গোপালপুর-
ভ‚ঞাপুর) আসন থেকে প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন
গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য ও আলোচিত নেতা শাকিল
উজ্জামান। সোমবার (১৯ জানুয়ারি) গভীর রাতে নিজের ভেরিফাইড
ফেসবুক পেজে এক স্ট্যাটাসের মাধ্যমে তিনি এই সিদ্ধান্তের কথা
জানান। পরে মঙ্গলবার সকালে যুগান্তরকে বিষয়টি নিশ্চিত করেছেন
তিনি।
বিবৃতিতে শাকিল উজ্জামান উল্লেখ করেন, গণঅধিকার পরিষদের সভাপতি
নুরুল হক নুর কর্তৃক বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র সঙ্গে
আসন সমঝোতার সিদ্ধান্তের ফলে দলীয় প্রার্থীদের নির্বাচনী কার্যক্রম
বাধাগ্রস্ত হয়েছে। তিনি বলেন, ্য়ঁড়ঃ;দলের পক্ষ থেকে নেতাকর্মীদের ধানের
শীষে ভোট দেওয়ার আহŸান জানানোয় স্বতন্ত্রভাবে দলীয় প্রার্থীদের
নির্বাচনী লড়াই চালিয়ে যাওয়া এখন প্রশ্নবিদ্ধ হয়ে পড়েছে।্য়ঁড়ঃ;
্য়ঁড়ঃ;দলীয় সিদ্ধান্ত অনুযায়ী গণঅধিকার পরিষদ এককভাবে নির্বাচনে
অংশগ্রহণ করলে প্রার্থীরা স্বতঃস্ফ‚র্তভাবে কাজ করতে পারতেন। কিন্তু
বর্তমান রাজনৈতিক বাস্তবতায় আমি নির্বাচনে অংশ না নেওয়ার
সিদ্ধান্ত গ্রহণ করেছি।্য়ঁড়ঃ;
শাকিল উজ্জামান দীর্ঘ সময় ধরে তার নির্বাচনী এলাকায় যারা কাজ
করেছেন, মনোনয়ন প্রক্রিয়ায় পাশে ছিলেন এবং তাকে ভোট দেওয়ার
প্রস্তুতি নিয়েছিলেন-এমন সকল ভোটার, নেতাকর্মী ও শুভাকাক্সক্ষীদের
প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
তিনি নির্বাচনী এলাকার জনগণের উদ্দেশে বলেন, ্য়ঁড়ঃ;আমি সংসদ সদস্য
প্রার্থী হিসেবে নয়, আপনাদের সন্তান, ভাই, বন্ধু ও সহযোদ্ধা
হিসেবে সবসময় গোপালপুর-ভ‚ঞাপুরবাসীর সুখ-দুঃখ ও বিপদে পাশে
থাকার অঙ্গীকার করছি, ইনশাআল্লাহ।্য়ঁড়ঃ;
বিবৃতির শেষাংশে তিনি সকলের কাছে দোয়া চেয়ে বলেন, মহান
আল্লাহ যেন তাকে রাজনৈতিক অপসংস্কৃতি ও নীতিহীনতা থেকে
হেফাজত করেন এবং শারীরিক সুস্থতা ও আত্মসম্মানের সঙ্গে ভবিষ্যৎ
রাজনৈতিক পথচলা অব্যাহত রাখার তৌফিক দান করেন।
মো. সেলিম হোসেন
