ক্রীড়া প্রতিবেদক : বাংলাদেশ তায়কোয়ানডো ফেডারেশনের ব্যবস্থাপনায় শুরু হয়েছে ”২২তম জাতীয় সিনিয়র ও জুনিয়র তায়কোয়ানডো প্রতিযোগিতা ২০২৫–২০২৬”।
বৃহস্পতিবার রাজধানীর জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত ক্রীড়াবিদদের অংশগ্রহণে এই প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেজর জেনারেল মোঃ হাবীব উল্লাহ (অবঃ), এসজিপি, এসপিপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, এমফিল।
তিনি তাঁর বক্তব্যে বলেন, তায়কোয়ানডো শুধুমাত্র একটি প্রতিযোগিতামূলক খেলা নয়, এটি শৃঙ্খলা, আত্মনিয়ন্ত্রণ ও নৈতিকতার শিক্ষা দেয়। এই খেলাই আমাদের তরুণ প্রজন্মকে আন্তর্জাতিক অঙ্গনে আত্মবিশ্বাসী ও যোগ্য করে গড়ে তুলতে পারে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (ক্রীড়া অনুবিভাগ-১) মোঃ সেলিম ফকির ও মোঃ দৌলতুজ্জামান খাঁন।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় ক্রীড়া পুরষ্কারপ্রাপ্ত ক্রীড়া ব্যক্তিত্ব ও বাংলাদেশ তায়কোয়ানডো ফেডারেশনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হাসানুজ্জামান খান বাবলু, সাধারণ সম্পাদক লে. কর্নেল মোঃ এরশাদুল হক এবং ফেডারেশনের এডহক কমিটির অন্যান্য নেতৃবৃন্দসহ বিভিন্ন ক্রীড়া সংগঠক, কোচ, অভিভাবক ও কর্মকর্তাগণ।
জাতীয় পর্যায়ের মর্যাদাপূর্ণ এই আসরে দেশের ৩০টি জেলা ও বিভাগ থেকে আগত সিনিয়র এবং জুনিয়র বিভাগের সাড়ে পাঁচ শতাধিক তায়কোয়ানডো খেলোয়াড় অংশগ্রহণ করেন। দলীয় ও একক অংশগ্রহণে ৩২টি ইভেন্টে খেলোয়ারগণ অংশগ্রহন করে। আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন যে, সুশৃঙ্খল ও পেশাদার ব্যবস্থাপনায় আয়োজিত এই প্রতিযোগিতার মাধ্যমে তৃণমূল থেকে নতুন প্রতিভা উঠে আসবে, যারা ভবিষ্যতে আন্তর্জাতিক পরিমন্ডলে দেশের পতাকা সমুন্নত রাখতে সক্ষম হবে।
আগামী ২৪ জানুয়ারি সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে এই প্রতিযোগিতার পর্দা নামবে।
