টাঙ্গাইল প্রতিনিধি
পৌর শহরের প্রাণকেন্দ্রে রাইফেলস ক্লাবে
১লা জানুয়ারিতে শুভ উদ্বোধনের মধ্য দিয়ে পথচলা শুরু করেছিল মোহাম্মাদিয়া ক্যাটারিং সার্ভিস।
উদ্বোধনের শুরু থেকেই দিন দিন বেড়েই চলছে মোহাম্মাদিয়া ক্যাটারিং সার্ভিসের চাহিদা। এই প্রথম টাঙ্গাইলে মোহাম্মদিয়া নামে ক্যাটারিং চালু করেছেন টাঙ্গাইল শহরের ১৪ নং ওয়ার্ডের স্পেন প্রবাসী রাশেদুল ইসলাম দিপু।
ভীড় এড়াতে ও সম্মানিত জনসাধারণের সুবিদার্থে চারটি ভ্রাম্যমাণ ফুডকার্ড চালু করেছে ক্যাটারিং কর্তৃপক্ষ। শহরের টাউন প্রাইমারি স্কুল এর গেট, ডিস্ট্রিক্ট, পৌর উদ্যান এবং করটিয়া হাট সংলগ্নতে রয়েছে ভ্রাম্যমাণ ফুডকার্ড।
মোহাম্মদিয়া ক্যাটারিং সার্ভিস এর সেবার মধ্যে সবথেকে জনপ্রিয়তা পেয়েছে ফুড আইটেম। যেখানে স্বাস্থ্যসম্মতভাবে রান্না করা কাচ্চি বিরাণী, বিফ তেহেরী, মোরগ পোলাও সুলভ মূল্যে পাওয়া যায়। এখানে ঢাকা থেকে স্বনামধন্য সেফ দিয়ে রান্না করা খাবার খুবই মুখরোচক হয় বলে দাবি ক্রেতাদের।
খাবারের মান নিয়ে মোহাম্মদিয়া ক্যাটারিং এর সেফ মজিবর রহমান বলেন আমাদের খাবারে রয়েছে পুরান ঢাকার বিখ্যাত এবং ঐতিহ্যবাহী খাঁটি স্বাদ। আমাদের ছোটবড়ো সব ধরনের অনুষ্ঠানের জন্য সর্বনিম্ন ২০ জন এবং সর্বোচ্চ ২০ হাজার জনের অর্ডারের জন্য আমরা প্রস্তুত। এছাড়াও আমাদের সিগনেচার স্পেশাল আইটেম যা পুরান ঢাকার আদলে কাচ্চি বিরিয়ানি প্রস্তুত করা হয় খাঁটি রেসিপি ও সমৃদ্ধ স্বাদ বজায় রেখে।
উল্লেখ্য মোহাম্মদিয়া ক্যাটারিং সার্ভিস এর অন্যান্যসেবার মধ্যে রয়েছে বিয়ে, জন্মদিন, পার্টিসহ সকল সামাজিক আচার অনুষ্টানের খাবারের অর্ডার নেয়া হয়।
