খন্দকার মাসুদ রানা, ভূঞাপুর প্রতিনিধি, টাঙ্গাইল : টাঙ্গাইলের ভূঞাপুরে রাতের আঁধারে একটি দোকানের বেড়া কেটে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। শনিবার (২৪ জানুয়ারি) দিবাগত রাতে উপজেলার গোবিন্দাসী টি মোড়ে আব্দুস সাত্তার স্টোরের মালিক মোঃ আব্দুস সাত্তার প্রামানিক এর দোকানে এঘটনা ঘটে। প্রায় তিন লাখ টাকার মালামাল চুরি করে নিয়ে যায় চোর চক্র
দোকানের মালিক মোঃ আব্দুস সাত্তার প্রামানিক বলেন, অন্যান্য দিনের মত গতকাল শনিবার রাত দেড়টার দিকে আমি দোকান বন্ধ করে বাড়িতে চলে যাই। আজ রবিবার সকাল ১০ টার দিকে দোকানের সাটার খুলে দেখি দোকান এলোমেলো। পরে দেখি আমার দোকানের দক্ষিণ পাশের টিন কাটা। আমার দোকান থেকে চোরেরা প্রায় তিন লাখ টাকার সিগারেট সহ অন্যান্য মালামাল চুরি করে নিয়ে গেছে। এবিষয়ে থানায় একটি অভিযোগ দায়ের করেছি।
এ বিষয়ে ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাব্বির রহমান জানান, দোকানে চুরির ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। এবিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে
