গজারিয়া (মুন্সিগঞ্জ) প্রতিনিধি :
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ভবেরচর ওয়াজীর আলী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী এ প্রতিযোগিতায় ৪০টি ইভেন্টে প্রায় ২৫০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।
সোমবার (২৬ জানুয়ারি) উচ্চ বিদ্যালয়ের মাঠে ৮৭তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
১৯৩৭ সালে উক্ত বিদ্যালয়টি গজারিয়া উপজেলার ভবেরচর ইউনিয়নে শিক্ষা অনুরাগী মৌলভী মোঃ গরীব হোসেন চৌধুরীর হাত ধরে দক্ষ শিক্ষকদের নিয়ে ভবেরচর প্রাণকেন্দ্রে প্রতিষ্ঠিত হয়। শিক্ষা, শৃঙ্খলা ও নৈতিকতা এই তিনটি বিষয়কে মূলমন্ত্র হিসেবে গ্রহণ করে বিদ্যালয়ের শিক্ষার্থীদের আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলা হয়। একাডেমিক কার্যক্রমের পাশাপাশি খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীদের নৈতিক মনোবল দৃঢ় করার উদ্দেশে প্রতিবছর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়।
বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় এ বছর ৪০ টি ইভেন্টে প্রায় ২৫০ জন শিক্ষার্থী দিনব্যাপী এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। ক্রীড়া সমাপনীর মূল আকর্ষণ ছিল ক্ষুদ্র শিক্ষার্থীদের মাধ্যমে মশাল দৌড় মাঠ প্রদর্শন। এছাড়া শিক্ষার্থীদের মনোজ্ঞ ও আড়ম্বর ডিসপ্লে যেমন খুশি তেমন সাজো ছিল অত্যন্ত আকর্ষণীয় ও প্রশংসনীয়।
ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণে প্রধান শিক্ষক আব্দুল গাফফারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুল হাসান, বিশেষ অতিথি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাকির হোসেন, গজারিয়া থানা প্রেসক্লাবের সভাপতি ও এশিয়ান টেলিভিশনের প্রতিনিধি নেয়ামুল হক নয়ন, সিনিয়র সাংবাদিক শফিক ঢালী, থানা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক পারভেজ গাজী, গ্লোবাল টিভির গজারিয়া প্রতিনিধি এস এম নাসির উদ্দিন । অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন আব্দুল মালেক ও, সার্বিক সহযোগিতা (শিক্ষক) আল আমিন সরকার, রফিকুল ইসলাম নান্টু,আবুল হাসান, বাবু নিরঞ্জন দাস, মোস্তফা কামাল, সুবোধ চন্দ্র, শাহাদাত হোসেন, নাজমা আক্তার, সখিনা চৌধুরী, মনির হোসেন সহ বিভিন্ন বিদ্যালয় অধ্যক্ষ, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছি
লেন।
