গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি
সিলেটের গোয়াইনঘাট প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও সিলেট-৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী আরিফুল হক চৌধুরী। সোমবার (২৫ জানুয়ারি) দুপুরে গোয়াইনঘাট প্রেসক্লাব মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে আরিফুল হক চৌধুরী বলেন, দেশে গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার পুনরুদ্ধারে দায়িত্বশীল ও সাহসী সাংবাদিকতার কোনো বিকল্প নেই। তিনি বলেন, বিগত আওয়ামী লীগ সরকার গণতন্ত্রকে ধ্বংস করে একদলীয় শাসনব্যবস্থা কায়েম করেছে। ভোটাধিকার হরণ, মতপ্রকাশের স্বাধীনতা সংকুচিত করা এবং গণমাধ্যমের ওপর নিয়ন্ত্রণ আরোপের মাধ্যমে দেশকে ভিন্নমতের শূন্যতার দিকে ঠেলে দেওয়া হয়েছে। এ অবস্থায় সত্য প্রকাশে সাংবাদিকদের ভূমিকা আরও সাহসী ও দৃঢ় হওয়া প্রয়োজন।
গোয়াইনঘাট প্রেসক্লাবের সাবেক সভাপতি এম এ মতিনের সভাপতিত্বে এবং বর্তমান সাধারণ সম্পাদক মো. করিম মাহমুদ লিমনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরী, শাহ আলম স্বপন, গোয়াইনঘাট প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মিনহাজ উদ্দিন, সহ-সভাপতি আবুল হোসেন, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আমির উদ্দিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সভায় আরিফুল হক চৌধুরী আরও বলেন, এই তিন উপজেলার সার্বিক সমস্যা সমাধানের জন্য প্রথমে আমাকে জনগণের ভোটে নির্বাচিত হতে হবে। নির্বাচিত হলে পর্যায়ক্রমে সব সমস্যার সমাধান করা হবে, ইনশাআল্লাহ।
মতবিনিময় সভায় গোয়াইনঘাট প্রেসক্লাবের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আরিফুল হক চৌধুরী গোয়াইনঘাট ও জৈন্তাপুর উপজেলাকে পৌরসভায় রূপান্তরের পরিকল্পনার কথা তুলে ধরেন। তিনি বলেন, এ দুই উপজেলাকে পৌরসভার আওতায় আনা গেলে এখানে ‘আরমান প্রকল্প’ বাস্তবায়ন সম্ভব হবে। প্রকল্পটি বাস্তবায়িত হলে উন্নয়নবঞ্চিত এই দুই উপজেলায় শিক্ষা প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয় ও পর্যটন খাতে ব্যাপক উন্নয়ন সাধিত হবে।
তিনি আরও বলেন, গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জের জনগণ এখন ভোট দেওয়ার পক্ষে মানসিকভাবে প্রস্তুত। দীর্ঘ ১৮ বছর তারা ভোটাধিকার প্রয়োগ করতে পারেননি। সিলেট-৪ আসনের ভোটাররা এবার তাদের ভোটাধিকার প্রয়োগে প্রস্তুত বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
