২
টাঙ্গাইল প্রতিনিধিঃ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬কে সামনে রেখে টাঙ্গাইল-৫ (সদর) আসনে বিএনপির পোলিং এজেন্টদের জন্য প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বিএনপি মনোনীত প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকুর পক্ষে ধানের শীষ প্রতীকের সমর্থনে ভোটকেন্দ্রভিত্তিক এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকাল থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত টাঙ্গাইল শহরের সোনার বাংলা কমিউনিটি সেন্টারে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণ কর্মশালায় পোলিং এজেন্টদের দায়িত্ব ও কর্তব্য, ভোটগ্রহণ প্রক্রিয়া, নির্বাচনী আইন এবং আচরণবিধি সম্পর্কে বিস্তারিত দিকনির্দেশনা দেওয়া হয়।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও টাঙ্গাইল-৫ (সদর) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকু।
টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন-এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু এবং সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলী।
কর্মশালাটি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় পোলিং এজেন্ট ও ক্যাম্পেইন ম্যানেজমেন্ট টিমের তত্ত্বাবধানে পরিচালিত হয়।
