পটুয়াখালী সংবাদদাতা।।
পটুয়াখালীর মির্জাগঞ্জে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী -১ আসনে ১১ দলীয় জোট প্রার্থী (ঈগল প্রতীক) এর গনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার বিকেল চারটায় (২৮ জানুয়ারি ) উপজেলার পশ্চিম কাকড়াবুনিয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয় মাঠে গনসমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ১১ দলীয় জোটের প্রার্থী আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) কেন্দ্রীয় কমিটির সিনিয়র ভাইস চেয়ারম্যান অধ্যাপক মেজর (অবঃ) ডা. ওহাব মিনার। ১১ দলীয় নির্বাচনী ঐক্য (জামায়াতে ইসলামী বাংলাদেশ
নেতৃত্বাধীন) মির্জাগঞ্জ উপজেলা শাখার আয়োজনে গনসমাবেশ সভাপতিত্ব করেন উপজেলা জামায়াত ইসলামী আমীর মাওলানা মোহাম্মদ সিরাজুল হক।
উপজেলা জামায়াত ইসলামী সেক্রেটারি মাওলানা মোঃ শাহজাহান মৃধার সঞ্চলনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন,বাংলাদেশ জামায়াতে ইসলামী পটুয়াখালী জেলা আমির এ্যাড. নাজমুল আহসান, জেলা সহকারী সেক্রেটারি অধ্যাপক আলমগীর হোসেন, বাংলাদেশ মহানগরী জামায়াতি ইসলামী দক্ষিণ বেসরকারি বিশ্ববিদ্যাল বিভাগের দ্বায়িত্বশীল প্রেসর ড. মোঃ আবু হানিফ খান,
আমার বাংলাদেশ পার্টি -এবিপার্টি পটুয়াখালী জেলা সদস্য সচিব ও ১১দলীয় সমার্থিত প্রার্থীর নির্বাচনী এজেন্ট ইঞ্জিনিয়ার মোঃ কামাল হোসেন, সিনিয়র সহকারী সদস্য সচিব মাসুদুর রহমান জাতীয় নাগরিক পার্টি -এনসিপি পটুয়াখালী জেলা যুগ্ম-সমন্বয়ক মোঃ বশির উদ্দিন, যুগ্ম সমন্বয়ক ডা. সাইমুন, এবিপার্টির জেলা সদস্য মোঃ আবু হানিফ জয় প্রমূখ । এসময়ে জেলা ও উপজেলা জামায়াতে ইসলামীর ৬ টি ইউনিয়নের আমির ও সেক্রেটারিসহ ১১ দলীয় জোটের বিভিন্ন স্তরের নেতা কর্মীরা তার সাথে ছিলেন।
