নিজস্ব সংবাদদাতা, গোয়াইনঘাট:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত সিলেট-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী, বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সিলেটের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, দেশনায়ক তারেক রহমান মানুষের প্রত্যাশার একটি শান্তি ও নিরাপদ নতুন বাংলাদেশ গড়ে তুলতে চান। অথচ একটি গোষ্ঠী হিংসা-বিদ্বেষ ছড়িয়ে দেশকে তাবেদারি রাষ্ট্রে পরিণত করতে মরিয়া হয়ে উঠেছে।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) গোয়াইনঘাট উপজেলার নন্দিরগাঁও, ৯নং ডৌবাড়ী ও পশ্চিম আলীর গাঁও ইউনিয়নে দিনব্যাপী আয়োজিত সমাবেশ ও গণসংযোগকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আরিফুল হক চৌধুরী বলেন, বর্তমান বিশ্বে নার্সিং পেশা আর শুধু একটি চাকরি নয়-এটি মানবিক সেবার এক অনন্য মাধ্যম। দেশে ও প্রবাসে নার্সিং পেশার সম্মান ও গুরুত্ব দিন দিন বৃদ্ধি পাচ্ছে। একসময় অবহেলার চোখে দেখা হলেও বর্তমানে এটি উচ্চশিক্ষিত ও মেধাবীদের প্রথম পছন্দের পেশায় পরিণত হয়েছে। বিদেশে দক্ষ নার্সদের ব্যাপক চাহিদা রয়েছে উল্লেখ করে তিনি বলেন, সঠিক প্রশিক্ষণ ও ইংরেজি ভাষায় দক্ষতা অর্জন করতে পারলে ইউরোপ, আমেরিকা ও মধ্যপ্রাচ্যে তরুণ-তরুণীদের উজ্জ্বল ক্যারিয়ার গড়ার সুযোগ রয়েছে। উন্নত দেশগুলোতে নার্সিংকে অন্যতম শীর্ষ ও নোবেল পেশা হিসেবে বিবেচনা করা হয়।
উন্নয়ন পরিকল্পনার কথা তুলে ধরে তিনি বলেন, গোয়াইনঘাট ও আশপাশের এলাকায় সনাতন পদ্ধতিতে পাথর উত্তোলনের দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে। এই অঞ্চলে পর্যাপ্ত স্কুল-কলেজ, মাদ্রাসা, হাসপাতাল ও ক্লিনিক গড়ে তুলতে হবে। বিশেষ করে নার্সিং কলেজ স্থাপনের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, আমাদের মেয়েরা লেখাপড়া করে সেবামূলক পেশায় যুক্ত হবে। আজকের দিনে মেয়েদের ঘরে বসিয়ে রাখা যাবে না, তাদের কারিগরি শিক্ষায় দক্ষ করে গড়ে তুলতে হবে।
তিনি আরও বলেন, পর্যটন এলাকা হিসেবে গোয়াইনঘাটের প্রাকৃতিক সৌন্দর্য রক্ষা করতে হবে। সিলেটের মাজার জিয়ারত শেষে যেন পর্যটকরা জৈন্তাপুর, গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জে ঘুরতে আসে-সে পরিবেশ সৃষ্টি করা জরুরি। পাশাপাশি শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করার আহ্বান জানিয়ে তিনি ব্যবসায়ীদের প্রতি দায়িত্বশীল ভূমিকা পালনের অনুরোধ জানান।
নেতাকর্মীদের উদ্দেশে আরিফুল হক চৌধুরী বলেন, অদৃশ্য চক্রান্তের ডাল-পালা মেলতে শুরু করেছে। নির্বাচনের পরিবেশ ঘোলাটে করতে কয়েকটি রাজনৈতিক দল মরিয়া হয়ে উঠেছে। ভরাডুবি বুঝে তারা নির্বাচনের মাঠ থেকে সরে যেতে চাইছে। তাদের এই সুযোগ দেওয়া যাবে না।
সমাবেশ ও গণসংযোগ কর্মসূচিতে পৃথক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরী, সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি মাহবুবুর রব চৌধুরী ফয়সল, জেলা উপদেষ্টা আব্দুস শুকুর ও লুৎফুল হক খোকন, তাঁতীদলের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ফয়েজ আহমদ দৌলত, সিলেট জেলা বিএনপির তাঁতীবিষয়ক সম্পাদক আব্দুল মালেক, সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল আহাদ খান জামাল, গোয়াইনঘাট উপজেলা বিএনপির সভাপতি মাহবুব আলম ও সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিনসহ জেলা, উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী।
