মো. সেলিম হোসেন, গোপালপুর (টাঙ্গাইল) :
ডাইরেক্ট মার্কেটিং সিস্টেম (ডিএমএস) ভিত্তিক প্রতিষ্ঠান ভারটেক্স ওয়ার্ল্ড লিমিটেড–এর উদ্যোগে ময়মনসিংহে দিনব্যাপী মেঘা ট্রেনিং কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ময়মনসিংহ সদর উপজেলার দিঘারকান্দা এলাকায় (বাইপাস রোডসংলগ্ন) আসপাডা পরিবেশ উন্নয়ন ফাউন্ডেশনের প্রশিক্ষণ একাডেমিতে এ কর্মশালার আয়োজন করা হয়।
কর্মশালায় প্রধান ট্রেইনার হিসেবে প্রশিক্ষণ প্রদান করেন ভারটেক্স ওয়ার্ল্ড লিমিটেডের প্রথম জেনারেল ম্যানেজার (জিএম) মো. আনিছুর রহমান হীরা। তিনি নেতৃত্ব বিকাশ, টিম ম্যানেজমেন্ট, ব্যবসায়িক শৃঙ্খলা এবং টেকসই উদ্যোক্তা গঠনে ভারটেক্স ওয়ার্ল্ডের লক্ষ্য, ভিশন ও কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন কোম্পানির ডেপুটি জেনারেল ম্যানেজার মাওলানা রফিকুল ইসলাম।
ভারটেক্স ওয়ার্ল্ডের অন্যতম পরিচালক ও ডেপুটি জেনারেল ম্যানেজার মো. কামাল হোসাইন–এর সঞ্চালনায় কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর (এমডি) মো. তোজাম্মেল হক বকুল। তিনি বলেন, “নীতিনিষ্ঠ ও প্রশিক্ষণভিত্তিক ব্যবসা পরিচালনার মাধ্যমে ভারটেক্স ওয়ার্ল্ড দেশের বিভিন্ন অঞ্চলে আত্মকর্মসংস্থান সৃষ্টি ও উদ্যোক্তা গঠনে কাজ করে যাচ্ছে।”
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ট্রেইনার ও লিডার সঞ্জয় নাগ ও সাংবাদিক মো. সেলিম হোসেন।
এ ছাড়া বক্তব্য দেন মাজিদুর রহমান (জামালপুর), ডিজিএম হাফিজা পারভীন সুইটি (গোপালপুর), টিম ম্যানেজার তামিম হোসেন বকুল (ঘাটাইল), আসাদুল ইসলাম আজাদ (কালিহাতী), ময়মনসিংহ অঞ্চলের এজিএম এমদাদ হোসেন, এনজিও কর্মকর্তা ও ভারটেক্স লিডার মাহফুজুর রহমান তালুকদার, এজিএম ও ব্যাংকার শফিকুল ইসলাম মোল্লা, কোম্পানির ডিপো ইনচার্জ ইদ্রিস হোসাইন এবং কোম্পানির প্ল্যানার নুর মোহাম্মদ (সাগরদিঘী)।
কর্মশালায় ভারটেক্স ওয়ার্ল্ড লিমিটেডের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, ডিস্ট্রিবিউটর ও লিডাররা অংশগ্রহণ করেন।
দয়াকরে নিউজটি ছবিসহ প্রকাশ করবেন।
ময়মনসিংহে ভারটেক্স ওয়ার্ল্ডের মেঘা ট্রেনিং কর্মশালা অনুষ্ঠিত
০
