৩১
টাঙ্গাইল প্রতিনিধিঃ
দেশের অন্যতম শীর্ষ ব্যবসায়ী, বীর মুক্তিযোদ্ধা ও যমুনা গ্রুপের চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুল সাহসী ব্যক্তিত্ব ও সফল ব্যবসায়ী ছিলেন। তিনি মানুষের কল্যাণে কাজ করেছেন। দেশের জন্য অনেক অবদান রেখে গেছেন।
তার প্রতিষ্ঠিত যমুনা গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠানে লাখ লাখ মানুষ জীবিকা নির্বাহ করছেন। শিল্পক্ষেত্রে বাংলাদেশে প্রযুক্তিতে এগিয়ে নিয়েছে নুরুল ইসলাম বাবুল। তার মতো ভাল মানুষ দেশে বিরল।
বুধবার সকালে টাঙ্গাইল প্রেসক্লাবে বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম বাবুলের পঞ্চম মৃত্যুবার্ষিকীর আলোচনা সভায় বক্তারা এ কথা বলেন।
বক্তারা বলেন, যমুনা গ্রুপের আলোচিত প্রতিষ্ঠান যুগান্তর ও যমুনা টেলিভিশন দেশের মানুষের স্বার্থে কাজ করছে। বিগত জুলাই অভ্যত্থানের এসব প্রতিষ্ঠানের ভূমিকা অপরিসীম। নুরুল ইসলাম বাবুল বেঁচে থাকলেও আরও আগে ফ্যাসিস্টদের বিরুদ্ধে অবস্থান নিতেন। তার মৃত্যুতে বাংলাদেশ এক অমূল্য সম্পদ হারিয়েছে। তিনি আজীবন বেঁচে থাকবেন তার কর্মের মধ্য দিয়ে।
এতে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন। যুগান্তরের স্টাফ রিপোর্টার ও টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল, সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, টাঙ্গাইল প্রেসক্লাবের সাবেক সভাপতি আতাউর রহমান আজাদ, সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা, জেলা এনসিপির মুখ্য সমন্বয়ক মাসুদুর রহমান রাসেল, জেলা বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনের আহ্বায়ক আল আমিন। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন টাঙ্গাইল প্রেসক্লাবের সদস্য মাসুদ ফেরদৌস।
এ সময় টাঙ্গাইলে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, রাজনৈতিক, সাংস্কৃতিকসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
