হাফিজুর রহমান:
ঢাকা মহানগরীর আইন-শৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) বিগত ২৪ ঘণ্টায় ব্যাপক অভিযান পরিচালনা করেছে। ৫০টি থানা এলাকায় দিনে ও রাতে মোট ৪৭১টি টহল টিম মোতায়েন করা হয়। এর মধ্যে মোবাইল পেট্রোল টিম ২১২টি, ফুট পেট্রোল টিম ২০টি ও হোন্ডা পেট্রোল টিম ছিল ২৭টি। নিরাপত্তা নিশ্চিত করতে শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে ৬৬টি চেকপোস্টও পরিচালিত হয়েছে।
সাঁড়াশি অভিযানে মোট ১৮৬ জন অপরাধীকে গ্রেফতার করা হয়। এদের মধ্যে একজন ডাকাত, পাঁচজন চোর, ১৩ জন মাদক কারবারি, দুইজন প্রতারক ও ১২ জন পরোয়ানাভুক্ত আসামি রয়েছে। অভিযানে ১০,০৬৫ পিস ইয়াবা, ১ কেজি ৪০ গ্রাম গাঁজা, ৭৪ বোতল ফেনসিডিল, এক গ্রাম হেরোইন, একটি বাস, ১১টি মোবাইল ফোন এবং নগদ ১৩,১৮০ টাকা উদ্ধার করা হয়।
এ ছাড়া বিভিন্ন অপরাধে ৩৩টি মামলা রুজু করা হয়েছে। পাশাপাশি, ট্রাফিক আইন ভঙ্গের দায়ে ২,৮৪৫টি মামলা করা হয়েছে, যার মধ্যে ২৮২টি গাড়ি ডাম্পিং ও ৯২টি রেকার করা হয়েছে।
ডিএমপি জানায়, রাজধানীবাসীর নিরাপত্তা ও চলাচল নির্বিঘ্ন রাখতে তাদের কার্যক্রম আরও জোরদার করা হবে।
— উপ-পুলিশ কমিশনার (মিডিয়া), ডিএমপি
