নিজস্ব প্রতিবেদক,ঢাকা
রাজধানীর পল্লবী থানাধীন উত্তর কালশী এলাকায় এক নারীর সম্পত্তি দখল, শারীরিক হামলা ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে স্থানীয় একটি প্রভাবশালী সন্ত্রাসী চক্রের বিরুদ্ধে।
ভুক্তভোগী আফরোজা আক্তার (৩০) অভিযোগে উল্লেখ করেছেন, গত ৪ অক্টোবর ২০২৪ ইং তারিখে তার মালিকানাধীন ৪টি দোকান, ৪টি ঘর ও একটি পুকুর জোরপূর্বক দখল করে নেয় মো. সজিব আহম্মেদ তাসকিন (৩৫), সেলিম সেনা (৩৭), সাফিন (২০), ইয়ামিন (২৪), আতিক বক্স (৪৫) সহ আরও ৭/৮ জন অজ্ঞাতনামা সহযোগী। তাদের বিরুদ্ধে হত্যা সহ একাধিক মামলা রয়েছে এবং দীর্ঘদিন ধরে এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ডে সক্রিয় থাকার অভিযোগ পাওয়া গেছে।
ভুক্তভোগীর দাবি, ওই দিন সন্ত্রাসীরা দলবল নিয়ে তার সম্পত্তিতে প্রবেশ করে তাকে ও তার মাকে মারধর করে গুরুতর আহত করে। পরে তারা হাসপাতালে ভর্তি হন। এরপর পল্লবী থানায় অভিযোগ দিলে তদন্ত কর্মকর্তা এসআই নূরে আলম সিদ্দিকি ঘটনার সত্যতা পেলেও তৎকালীন ওসি মো. নজরুল ইসলাম মামলা না নিয়ে বরং আসামিদের পক্ষ হয়ে তার বিরুদ্ধে মিথ্যা মামলা নেন।
অভিযোগে আরও বলা হয়েছে, উক্ত আসামিরা অতীতে আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত থাকলেও গত ৫ আগস্ট ২০২৪ তারিখে আওয়ামী লীগ সরকারের পতনের পর বিএনপির সাথে সম্পৃক্ত হয়ে নতুন রাজনৈতিক পরিচয়ের প্রভাব খাটাতে শুরু করে। এরই সুযোগ নিয়ে তারা এলাকায় ত্রাস সৃষ্টি ও ক্ষমতার অপব্যবহার করছে।
বর্তমানে আসামিরা ভুক্তভোগীকে নিয়মিত প্রাণনাশের হুমকি দিচ্ছে। অপরিচিত ব্যক্তিদের মাধ্যমে ও ফোনকলের মাধ্যমে তাকে এবং তার পরিবারকে ভীত-সন্ত্রস্ত করে রাখছে। ফলে ভুক্তভোগী ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।
ভুক্তভোগী আফরোজা আক্তার পুলিশ হেডকোয়ার্টার ও ডিএমপি কমিশনার বরাবর দেওয়া আবেদনে সম্পত্তি উদ্ধারের পাশাপাশি নিরাপত্তা নিশ্চিত করতে জরুরি আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন।
আবেদনের সঙ্গে ভুক্তভোগী মেডিকেল সার্টিফিকেট, বিবাদীদের মামলার ফটোকপি এবং সন্ত্রাসী হামলার ভিডিও সংযুক্ত করেছেন।
