সফিকুল ইসলাম পাটগ্রাম লালমনিরহাট প্রতিনিধিঃ
বাংলাদেশ ও ভুটানের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণ ও পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধির লক্ষ্যে এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর ২০২৫) সকাল ১২ টায় লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দরের আমদানী-রফতানিকারক সমিতি (BLIEA) কার্যালয়ে এ বৈঠক বসে।
বৈঠকে ভুটান এক্সপোর্টার অ্যাসোসিয়েশন এবং বুড়িমারী ল্যান্ডপোর্ট আমদানী ও রফতানীকারক সমিতির যেখানেই দিছেন ওখানে অ্যাসোসিয়েশন অংশগ্রহণ করে।
এবারের বৈঠকের মূল প্রতিপাদ্য ছিল— “Expanding Trade and Friendship between Bangladesh & Bhutan” (বাংলাদেশ ও ভুটানের মধ্যে বাণিজ্য ও বন্ধুত্ব সম্প্রসারণ)।
আলোচনায় দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার করা, রপ্তানি-আমদানি কার্যক্রম সহজীকরণ এবং ভবিষ্যতে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে মতবিনিময় করা হয়।
উক্ত অনুষ্ঠানে ভুটানের প্রতিনিধি দলের প্রতিনিধিগণ হলেন –
করমা গিয়েলৎসেন (ভাইস প্রেসিডেন্ট, ভুটান রপ্তানিকারক এসোসিয়েশন, ফুয়েনছোলিং শাখা),
করমা ইয়াংলি (ভাইস প্রেসিডেন্ট, ভুটান রপ্তানিকারক এসোসিয়েশন, সামতসি শাখা),
সেরিং ইয়েশি (সাধারণ সম্পাদক, ভুটান রপ্তানিকারক এসোসিয়েশন, কেন্দ্রীয় শাখা),
বুদিমান রাই (কার্যনির্বাহী সদস্য, ভুটান রপ্তানিকারক এসোসিয়েশন, ফুয়েনছোলিং শাখা)
বাংলাদেশ প্রতিনিধিদের মধ্যে ছিলেন –
আবু রাইয়ান আশয়ারী রছী (সভাপতি, বুড়িমারী স্থলবন্দর আমদানি ও রপ্তানিকারক অ্যাসোসিয়েশন) প্রধান উপদেষ্টা রফিকুল ইসলাম প্রধান। হুমায়ুন কবীর সদাগর, উপদেষ্টা, আমির হামজা উপদেষ্টা, রেজোউল করিম (রেজওয়ান)উপদেষ্টা, আনিসুর রহমান রাজু ,সাধারণ সম্পাদক, আয়নাল হক, যুগ্ম সাধারণ সম্পাদক, ইলিয়াস আলী তুহিন, বন্দর বিষয়ক সম্পাদক,নুরুজ্জামান জামান সদস্য, রবিউল ইসলাম প্রমুখ।
বাণিজ্য সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, এই ধরনের দ্বিপাক্ষিক বৈঠক দুই দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও আঞ্চলিক সম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
