টাঙ্গাইল প্রতিনিধি:
টাঙ্গাইলের গোপালপুর উপজেলার যোগীর ঘোপা এলাকায় পুলিশ ও প্রশাসনের যৌথ অভিযানে অনির্দিষ্টকালের জন্য প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
রোববার (তারিখ উল্লেখযোগ্য) এ অভিযানে নেতৃত্ব দেন গোপালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তুহিন হোসেন। এসময় তার সাথে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ফৌজিয়া হাবিব খান এবং গোপালপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মুক্তার আশরাফ উদ্দিন।
অভিযান শেষে ইউএনও জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও জননিরাপত্তার স্বার্থে যোগীর ঘোপা এলাকায় প্রবেশ অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। পরিস্থিতি বিবেচনায় নিয়ে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে বলে জানান তিনি।
