৭
মোঃ মনিরুজ্জামান, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার হিজলতলী এলাকায় দুর্গাপূজা প্রতিমা বিসর্জনের সময় তুরাগ নদীতে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ দুই শিশুর মধ্যে অঙ্কিতা বিশ্বাস (৫) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। শুক্রবার (৩ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার চাপাইর সেতুর পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় এখনও তন্ময় মনি দাস (৮) নামে অপর এক শিশু নিখোঁজ রয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার (২ অক্টোবর) বিকেলে বিজয় দশমীতে প্রতিমা বিসর্জন দিতে পরিবারসহ একটি ইঞ্জিনচালিত নৌকায় ওঠেন তারা। নৌকায় মোট ১৮ জন যাত্রী ছিলেন। ঘাটের দিকে যাওয়ার সময় আরেকটি নৌকার সঙ্গে সংঘর্ষ হলে নৌকাটি উল্টে যায়। নৌকায় থাকা অন্যরা কেউ সাঁতরে তীরে উঠতে সক্ষম হন, আবার কেউ পাশের আরেকটি নৌকায় উঠে প্রাণে রক্ষা পান। তবে দক্ষিণ হিজলতলী এলাকার স্বপন সরকারের মেয়ে অঙ্কিতা রানী দাস (৫) ও তাপস দাসের ছেলে তন্ময় মনি দাস (৮) পানিতে তলিয়ে যান।
নিখোঁজ দুই শিশুর স্বজনরা রাতভর নদীর পাড়ে আহাজারি করতে থাকেন। শুক্রবার সকালে অঙ্কিতার মরদেহ উদ্ধারের পর এলাকায় শোকের ছায়া নেমে আসে। নিখোঁজ তন্ময়ের পরিবারের আহাজারিতে ভারী হয়ে ওঠে চারপাশের পরিবেশ।
কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউসার আহমেদ বলেন, “নৌকাডুবির ঘটনায় একজন শিশুর মরদেহ উদ্ধার হয়েছে। অপর শিশুটিকে উদ্ধারে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি।”
কালিয়াকৈর ফায়ার সার্ভিস স্টেশন মাস্টার মোহাম্মদ ইফতেখার হোসেন রায়হান চৌধুরী বলেন, “গতকাল রাতে অন্ধকার ও স্রোতের কারণে উদ্ধার কাজ চালানো সম্ভব হয়নি। শুক্রবার সকালে ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করে একজন শিশুর মরদেহ উদ্ধার করেছে। এখনও আরেকজন নিখোঁজ রয়েছে, তাকে উদ্ধারে কাজ চলছে।”
এ ঘটনায় বিজয় দশমীর আনন্দ মুহূর্তেই পরিণত হয়েছে শোকে। হিজলতলী এলাকায় এখন নেমে এসেছে গভীর শোকের ছায়া।
