📍 নিজস্ব প্রতিবেদক │ চট্টগ্রাম
চট্টগ্রামের হালিশহর এলাকায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে মো. আকবর (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। স্থানীয় পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, শুক্রবার (৭ নভেম্বর) রাত ৯টার দিকে চুনা ফ্যাক্টরি এলাকার শাপলা আবাসনের সামনে এ ঘটনা ঘটে।
নিহত আকবর মাইজপাড়া এলাকার আব্দুর রহমানের ছেলে। তিনি স্থানীয় একটি লোহার ডিপোতে কর্মরত ছিলেন এবং পরিবারের সদস্য হিসেবে স্ত্রী ও তিন সন্তান রয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আকবর বাড়ির কাছে মোটরসাইকেলে আসা চার থেকে পাঁচজন যুবকের ছুরিকাঘাতে এলোপাতাড়ি কুপিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তিনি রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেন। চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক জানান, রাত ১১টার দিকে আকবরকে হাসপাতালে আনার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের বোন সায়েমা বলেন, আকবর এলাকার একটি ক্ষুদ্রঋণের সমবায় সমিতি পরিচালনা করতেন। সমিতিতে মানুষ সঞ্চয়ের টাকা জমা রাখতেন এবং ঋণ নিতেন। প্রায় দেড় বছর আগে আকবর সমিতি ছাড়েন। কিছু দিন আগে কয়েকজন ওই সমিতির কথা উল্লেখ করে আকবরকে চাঁদা দিতে চাপ প্রয়োগ করছিল। আকবর রাজি না হওয়ায় তাঁকে হুমকি দেওয়া হচ্ছিল।
এই ঘটনায় হালিশহর থানায় আকবরের পরিবারের পক্ষ থেকে ১ কাশেম, ২ সোহেল, ৩ আরমানসহ চারজন এবং অজ্ঞাতনামা সাত-আটজনের নামে অভিযোগ দায়ের করা হয়েছে।
হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল আবছার বলেন,
“টাকাপয়সার লেনদেনের দ্বন্দ্বের জেরে আকবরকে হত্যা করা হয়েছে। ঘটনার পর লাশ ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ইতিমধ্যে ঘটনার সঙ্গে জড়িত দুইজনকে আটক করা হয়েছে এবং মামলা প্রক্রিয়াধীন।”
পুলিশ এবং স্থানীয় সূত্রের বরাত দিয়ে জানা গেছে, তদন্ত চলছে এবং অন্যান্য অভিযুক্তদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।
