“মো: জাকির হোসেন, ডেমরা (ঢাকা) প্রতিনিধি ”
ডেমরায় বালু নদে বেপরোয়া গতিতে বাল্কহেড চালানোর অভিযোগে নৌ পুলিশের অভিযানে দুই বাল্কহেড সহ সংশ্লিষ্ট ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে তাদের আদালতে পাঠায় ডেমরা থানা পুলিশ। সোমবার দিবাগত রাতে শীতলক্ষ্যা নদীতে অবস্থিত সুলতানা কামাল সেতু সংলগ্ন বালু নদ থেকে ২ টি পৃথক অভিযানে তাদের গ্রেফতার করা হয়। অভিযান পরিচালিত হয় ডেমরা নৌ পুলিশ ফাঁড়ির পুলিশ পরিদর্শক (নিঃ) শহিদুল ইসলামের নেতৃত্বে। গ্রেফতাররা হলো- এমবি মদিনা সনদ নামে বাল্কহেডের সুকানী মো. অহিদুল ইসলাম (৪০), মিস্ত্রী মো. রাকিবুল ইসলাম (৩৫) এবং এমবি আফফান এন্ড আবদুল্লাহ’র সুকানী মো. হেদায়েত মুন্সি (৪৫) এবং মিস্ত্রী মো. ইলয়াছ (৩৫)। এ বিষয়ে সোমবার (১৭ নভেম্বর) রাতেই তাদের বিরুদ্ধে দুইটি পৃথক মামলা দায়ের করা হয়েছে।
জানা যায়, সোমবার রাতে নৌ পুলিশের টহল চলাকালে সিগন্যাল অমান্য করে দ্রুত গতিতে পালানোর সময় প্রথমে এমবি আফফান এন্ড আবদুল্লাহ ও পরে এমবি মদিনার সনদ নামে বালুবাহী বাল্কহেড আটক করা হয়। বালু নদ থেকে আটক হওয়া
দুটি বাল্কহেডের মূল্য ১ কোটি ৬৫ লক্ষ টাকা। নৌ পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা রাতের বেলা বেপরোয়া গতিতে বাল্কহেড চালিয়ে বড় ধরনের দুর্ঘটনা ও প্রাণহানির আশঙ্কা সৃষ্টি করেছে গ্রেফতার রা। তাদের বিরুদ্ধে ১৮৬০ সালের পেনাল কোডের ২৮০/৩৪ ধারায় মামলা দায়ের করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে ডেমরা থানার ওসি মো.মাহমুদুর রহমান বলেন, নৌ-পুলিশের অভিযানে গ্রেফতার ৪ জনকে মঙ্গলবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।
