টাঙ্গাইল প্রতিনিধি:
টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী ইউনিয়নে বিএনপির ৩১ দফা বাস্তবায়ন ও বর্তমান রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরে এক উঠান বৈঠকের আয়োজন করা হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় গোবিন্দাসীর কষ্টাপাড়া এলাকায় ঝুমুর নাট্য ক্লাবের উদ্যোগে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উঠান বৈঠকে বক্তারা বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, ভোটাধিকার প্রতিষ্ঠা এবং নাগরিক অধিকার নিশ্চিত করতে বিএনপির ঘোষিত ৩১ দফা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা আরও উল্লেখ করেন, এসব দফা বাস্তবায়িত হলে দেশে সুগঠিত নির্বাচন ব্যবস্থা, জবাবদিহিমূলক শাসন ও নাগরিক নিরাপত্তা নিশ্চিত হবে।
সভায় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপট, তৃণমূলে সংগঠনকে শক্তিশালী করা এবং গ্রামীণ পর্যায়ে আন্দোলনকে আরও গতিশীল করার কৌশল নিয়ে আলোচনা করেন।
উঠান বৈঠকে ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে আসা নেতাকর্মী তাদের মতামত তুলে ধরেন এবং আগামীর কর্মসূচিতে অংশগ্রহণের অঙ্গীকার ব্যক্ত করেন।
অনুষ্ঠানে সঞ্চালনায় ছিলেন গোবিন্দাসী ৩নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম সুজা।
এছাড়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গোবিন্দাসী ইউনিয়ন বিএনপির সভাপতি হাফিজুর রহমান শাহিন ও সাধারণ সম্পাদক মাকসুদ জামিল মিন্টু, ঝুমুর নাট্য ক্লাবের সভাপতি লিটন আকন্দ, ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি সুরুজ জামান খান, সিনিয়র সহসভাপতি মো. মজতুজ আলী আকন্দ সহ ইউনিয়ন বিএনপি ছাত্রদল যুবদল শ্রমিক দল কৃষক দল স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন
