মুন্সীগঞ্জ প্রতিনিধি:
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার শিক্ষক সমাজের একটি প্রতিনিধি দল নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল হাসান-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।বৃহস্পতিবার উপজেলার ইউএনও কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
এ সময় শিক্ষক সমাজ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
সাক্ষাৎকালে শিক্ষক প্রতিনিধি দল ইউএনও মহোদয়কে গজারিয়ায় যুক্ত হওয়ার জন্য শুভেচ্ছা জানিয়ে সফল দায়িত্ব পালনের জন্য আন্তরিক শুভকামনা জানান। এ সময় তারা এলাকার সামগ্রিক শিক্ষা উন্নয়ন, বিদ্যালয়ভিত্তিক বিভিন্ন সমস্যাবলী এবং শিক্ষার পরিবেশ আরও মানোন্নয়নের বিষয় নিয়ে মতবিনিময় করেন।
সৌজন্য সাক্ষাতে মোঃ মনসুর আলম টিপু, সভাপতি বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজ, মোহাম্মদ শাখাওয়াত হোসেন, সাধারণ সম্পাদক, মোঃ আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক,মোঃ আল আমিন, যুগ্ম সাধারণ সম্পাদক, মোঃ নুর উদ্দিন দেওয়ান, যুগ্ম সাধারণ সম্পাদক, মোঃ আরিফ হোসেন, মোঃ আবুবকর সিদ্দিক, মোঃ গিয়াস উদ্দিন, প্রমুখ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান শিক্ষক সমাজের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন,শিক্ষকরা সমাজ গঠনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। গজারিয়ায় শিক্ষার মানোন্নয়নে প্রশাসন সবসময় সহযোগিতাপূর্ণ ভূমিকা পালন করবে।
