দেওয়ান সামান উদ্দিন ।
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বাড়ইপাড়া এসোসিয়েশনের নিজস্ব ক্যাম্প এলাকায় দিনব্যাপী বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশন ঢাকা অঞ্চলের ২২তম আঞ্চলিক পরিষদ অধিবেশন ও নির্বাচন অনুষ্ঠিত হয় । অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অধিবেশনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। এরপর গার্ল গাইডস্ এসোসিয়েশনের আদর্শ, লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরে স্বাগত বক্তব্য প্রদান করা হয়। অধিবেশনে আঞ্চলিক পর্যায়ের বিভিন্ন জেলা থেকে আগত রেঞ্জার, গাইডার, কমিশনার, কর্মকর্তা ও কর্মচারীরসহ প্রায় ২৩০ জন অংশগ্রহণ করেন।আঞ্চলিক পরিষদ অধিবেশনে বিগত কার্যক্রমের প্রতিবেদন উপস্থাপন, বাজেট পেশ ও অনুমোদন, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা গ্রহণ এবং সংগঠনের সাংগঠনিক উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা বলেন, গার্লস গাইডস্ আন্দোলন কিশোরী ও তরুণীদের নেতৃত্বগুণ, আত্মনির্ভরশীলতা ও মানবিক মূল্যবোধ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এই সংগঠনের মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষ, সচেতন ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তোলার কাজ অব্যাহত থাকবে।অধিবেশন শেষে গার্ল গাইডের গঠন ও বিধি অনুযায়ী ২২তম আঞ্চলিক কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে গণতান্ত্রিক প্রক্রিয়ায় অতিরিক্ত আঞ্চলিক কমিশনার, সেক্রেটারি, কোষাধ্যক্ষ ও সদস্য পদে নতুন নেতৃত্ব নির্বাচিত হয়। নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়। নির্বাচিত নেতৃবৃন্দ সংগঠনের উন্নয়নে নিষ্ঠা ও সততার সঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথিরা তাদের বক্তব্যে বলেন, বাংলাদেশ গার্লস গাইড এসোসিয়েশন শুধু একটি স্বেচ্ছাসেবী সংগঠন নয়, এটি নারী নেতৃত্ব বিকাশের একটি শক্তিশালী প্ল্যাটফর্ম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাজী জেবুন্নেছা বেগম, জাতীয় কমিশনার ও প্রশিক্ষণ কমিশনার, বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশন ।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা শিক্ষা অফিসার মোঃ আল মামুন তালুকদার, সভাপতিত্ব করেন আনজুমান আরা, আঞ্চলিক কমিশনার, ঢাকা অঞ্চল, বাংলাদেশ গার্ল গাইডস এসোসিয়েশন ও যুগ্মসচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়।
