নিজস্ব সংবাদদাতা, গোয়াইনঘাট:
সিলেট-৪ আসনে ধানের শীষ প্রতীকের বিজয় নিশ্চিত করতে গোয়াইনঘাটে বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের আয়োজনে এক বিশাল কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেল ৩টায় গোয়াইনঘাট উপজেলা শহীদ মিনার চত্বরে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি মাহবুব আলম এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক জসিম উদ্দিন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির মনোনীত প্রার্থী আরিফুল হক চৌধুরী বলেন, আমি সাধারণ একজন কর্মী। দল আমাকে মনোনয়ন দিয়েছে-এটি আমার একার নয়, হাকিম ভাই ও হেলাল ভাইসহ সকল নেতাকর্মীর। আমাদের পরিচয় একটাই আমরা সবাই ধানের শীষের খাদেম। আসন্ন নির্বাচনে আপনাদের সহযোগিতায় বিজয়ী হয়ে এক বছরের মধ্যেই গোয়াইনঘাটে দৃশ্যমান উন্নয়ন করবো ইনশাআল্লাহ।
বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া প্রার্থনা করে তিনি বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরলেই বিএনপি আরও উজ্জীবিত হবে।
অনুষ্ঠানে প্রধান বক্তৃতার বক্তব্যে সাবেক উপজেলা চেয়ারম্যান ও মনোনয়নবঞ্চিত আব্দুল হাকিম চৌধুরী বলেন, আমি মনোনয়ন চাইলেও দল যেহেতু আরিফ ভাইকে মনোনয়ন দিয়েছে, তাই সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে ধানের শীষের পক্ষে কাজ করবো। ব্যক্তি নয়, দলই আমাদের বড় পরিচয়
এসময় উপস্থিত ছিলেন, জেলা তাঁতীদলের সভাপতি দৌলত হাসান ফয়েজ, সদস্য সচিব,আলতাফ হোসেন বিলাল, উপজেলা সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীন, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব আহমদ, সহ-সাংগঠনিক সম্পাদক, আজাদুর রহমান আজাদ,
যুবদলের আহ্বায়ক,শাহজান সিদ্দিকি, যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম, সদস্য মাসুক আহমদ, খোরশেদ আলম, তোয়াকুল ইউনিয়ন বিএনপির সভাপতি এমএ মতিন, সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আতিকুর রহমান,
স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক হাবিব আহমদ, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক
সাইদুর রহমান, গোয়াইনঘাট সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক জুয়েল রানা,
উপজেলা পেশাজীবী পরিষদের আহ্বায়ক নাসির উদ্দীন,সদস্য সচিব বিলাল উদ্দিন প্রমুখ।
