নিজস্ব প্রতিবেদন
কক্সবাজার শহরে বৃহত্তর মোহাজের
আঁরা মোহাজের ফাইজ্যা মিলনমেলা–২০২৬ উদযাপন উপলক্ষে একটি প্রাথমিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি অনুষ্ঠিত এ সভায় সংগঠনের উপদেষ্টা, সভাপতি, সাধারণ সম্পাদকসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
সভায় মিলনমেলা সফলভাবে আয়োজনের লক্ষ্যে সম্ভাব্য কর্মসূচি, সময়সূচি, স্থান নির্বাচন, অর্থায়ন এবং দায়িত্ব বণ্টনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। অংশগ্রহণকারীরা মিলনমেলাকে আনন্দমুখর ও স্মরণীয় করে তুলতে বিভিন্ন প্রস্তাবনা উপস্থাপন করেন।
সভায় বক্তারা বলেন, আঁরা মোহাজের ফাইজ্যা মিলনমেলা পারস্পরিক সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ ও সামাজিক বন্ধনকে আরও সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় মিলনমেলা–২০২৬ সফলভাবে সম্পন্ন হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
সভা শেষে দ্রুত পরবর্তী সভা আহ্বান এবং একটি প্রস্তুতি কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন কক্সবাজার সরকারি মহিলা কলেজের ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান ফয়েজ উল্লাহ ফয়েজ,পৌর ১০নং ওয়ার্ড পূর্ব শাখা বিএনপির সভাপতি নেওয়াজ উদ্দিন বাবুল, কন্ট্রাক্টর সাইফুল ইসলাম ভুট্টো, মোহাজের পাড়া যুব উন্নয়ন বহুমুখী সমবায় সমিতির নবনির্বাচিত সভাপতি মো: জাফর আলম, সহ-সভাপতি আলম মান্নান, সদস্য- মোহাম্মদ হোসেনসহ অনন্য প্রমূখ
