৫
নিজস্ব সংবাদদাতা, গোয়াইনঘাট:
সিলেটের গোয়াইনঘাট উপজেলায় খাদ্য ব্যবস্থার সার্বিক মূল্যায়ন ও অভিজ্ঞতা বিনিময়ের লক্ষ্যে স্টেকহোল্ডারদের নিয়ে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৯ ডিসেম্বর) সকালে ফ্রেন্ডস ইন ভিলেজ ডেভেলপমেন্ট বাংলাদেশ (এফআইভিডিবি) এর দি গ্রীন ইভ্যুলুশন প্রকল্প, গোয়াইনঘাট অফিস এর উদ্যোগে উপজেলা প্রশাসনিক সম্মেলন কক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মো. জামাল খান’র সভাপতিত্বে ও এফআইভিডিবি’র দি গ্রীন ইভ্যুলুশন প্রকল্পের মিল অফিসার আব্দুর রহিমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রতন কুমার অধিকারী।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. করিম মাহমুদ লিমনসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার স্টেকহোল্ডাররা।
বৈঠকে উপজেলার খাদ্য উৎপাদন, সরবরাহ ব্যবস্থা, পুষ্টি নিরাপত্তা ও টেকসই খাদ্য ব্যবস্থার বর্তমান অবস্থা তুলে ধরা হয়। একই সঙ্গে খাদ্য ব্যবস্থায় বিদ্যমান চ্যালেঞ্জ, সম্ভাবনা ও উত্তরণের উপায় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
আলোচনায় বক্তারা বলেন, টেকসই ও পরিবেশবান্ধব খাদ্য ব্যবস্থা গড়ে তুলতে সংশ্লিষ্ট সকল পক্ষের সমন্বিত উদ্যোগ অপরিহার্য। কৃষকদের সক্ষমতা বৃদ্ধি, নিরাপদ খাদ্য উৎপাদন এবং ন্যায্যমূল্য নিশ্চিতের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।
বৈঠক শেষে অংশগ্রহণকারীদের মতামতের ভিত্তিতে ভবিষ্যতে খাদ্য ব্যবস্থার উন্নয়নে যৌথভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।
আলোচনা সভা শেষে ফ্রেন্ডস ইন ভিলেজ ডেভেলপমেন্ট বাংলাদেশ (এফআইভিডিবি)র পক্ষ থেকে পিজিএস গ্রুপের সদস্যদের মাঝে সেচ পাম্প এবং স্প্রেয়ার মেশিন বিতরণ করা হয়।
