মাছুদুর রহমান মিলন, টাঙ্গাইল : টাঙ্গাইলের এলেঙ্গা পৌর বিএনপির উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দুই জানুয়ারি শুক্রবার সরকারি শামসুল হক কলেজ প্রাঙ্গণে পৌর বিএনপি এ আয়োজন করে।
এলেঙ্গা পৌর বিএনপির সভাপতি
মোঃ একাব্বর আলীর সভাপতিত্বে
দোয়া মাহফিলে অংশ নেন সাউথ আফ্রিকা বি এন পির সাংগঠনিক সম্পাদক ও এলেঙ্গা পৌর মেয়র পদপ্রার্থী হাবিবুর সিদ্দিক লিটন,
তেলেঙ্গা পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক হারুন অর রশিদ মিনু, সহ-সভাপতি আনোয়ার হোসেন ফকির, এলেঙ্গা পৌর যুবদলের আহবায়ক আব্দুল বাতেন, সদস্য সচিব অ্যাডভোকেট আজগর আলী,
এলেঙ্গা পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক জিয়ারুল ইসলাম, সরকারি শামসুল হক কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক সৈয়দ সাজ্জাদ হোসেনসহ বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ।
