হাফিজুর রহমান :
টাঙ্গাইল জেলা যুব সমিতির উদ্যোগে পিকনিক ও মিলনমেলা গত ৯ জানুয়ারি ২০২৬ গাজীপুরের হাসনা হেনা পিকনিক স্পটে উৎসবমুখর ও প্রাণবন্ত পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী এ আয়োজনে টাঙ্গাইল জেলার বিভিন্ন উপজেলা ও এলাকার যুব সমিতির নেতৃবৃন্দ ও সদস্যরা অংশগ্রহণ করেন। মিলনমেলাটি পরিণত হয় টাঙ্গাইলবাসী যুব সমাজের এক আনন্দঘন পুনর্মিলনীতে।
অনুষ্ঠানের আহ্বায়ক হিসেবে সার্বিক দায়িত্ব পালন করেন মো :নজরুল ইসলাম এবং সদস্য সচিব হিসেবে দায়িত্বে ছিলেন মোঃ শাহ আলম শাওন। তাদের দক্ষ নেতৃত্ব ও তত্ত্বাবধানে পুরো আয়োজনটি সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়। আয়োজকদের আন্তরিক প্রচেষ্টায় পিকনিক স্পটজুড়ে ছিল হাসি, গান, আড্ডা ও বিভিন্ন আনন্দমূলক আয়োজন।
মিলনমেলায় উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা সমিতির সাবেক সাধারণ সম্পাদক ডিএ তায়েব এবং টাঙ্গাইল জেলা যুব সমিতির সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি মুকুল চৌধুরী। তারা বক্তব্যে যুব সমাজের ঐক্য, সংগঠনের ধারাবাহিকতা ও ভবিষ্যৎ করণীয় বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। তাদের উপস্থিতি ও বক্তব্য মিলনমেলার গুরুত্ব ও সৌহার্দ্যকে আরও গভীর করে তোলে।
টাঙ্গাইল জেলা যুব সমিতির পিকনিক ও মিলনমেলার আনন্দঘন মুহূর্তগুলো ছিল স্মৃতি, হাসি আর ভ্রাতৃত্বের এক অপূর্ব মিলন। দীর্ঘদিন পর একসাথে হওয়া পরিচিত মুখগুলোর প্রাণখোলা হাসি, আন্তরিক আড্ডা ও স্মৃতিচারণায় মুখর হয়ে ওঠে পুরো পরিবেশ। ব্যস্ত নগরজীবনের ক্লান্তি ভুলিয়ে দিয়ে এই মিলনমেলা সবাইকে ফিরিয়ে নিয়ে যায় তারুণ্যের সেই উজ্জ্বল দিনগুলোর কাছে, যেখানে ছিল বন্ধন, আন্তরিকতা ও নির্ভেজাল আনন্দ।
অনুষ্ঠানে অংশগ্রহণকারী যুব নেতারা জানান, এ ধরনের আয়োজন সংগঠনের সদস্যদের মধ্যে পারস্পরিক সম্পর্ক সুদৃঢ় করার পাশাপাশি ভবিষ্যতে সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডে আরও সক্রিয় ভূমিকা রাখতে অনুপ্রেরণা জোগায়। আয়োজকরা আশাবাদ ব্যক্ত করে বলেন, আগামী দিনগুলোতেও টাঙ্গাইল জেলার যুব সমাজকে ঐক্যবদ্ধ রাখতে এবং সামাজিক উন্নয়নে তাদের সম্পৃক্ততা বাড়াতে নিয়মিতভাবে এ ধরনের পিকনিক ও মিলনমেলার আয়োজন করা হবে।
