মনোজিৎ কুমার রায় :
২০২৪ সালে সংগঠিত ফার্মা মাইক্রোবায়োলজিস্ট ফোরাম, বাংলাদেশ পূর্ণতা পায় ২০২৫ এর শেষের দিকে।প্রায় ৩০০ নিবন্ধিত ফার্মা মাইক্রোবায়োলজিস্ট নিয়ে এগিয়ে যাচ্ছে এই ফোরাম ।সমসাময়িক মাইক্রোবায়োলজিস্ট স্বার্থসংশ্লিষ্ট সকল বিষয় নিয়ে ওয়েবিনার আয়োজন করে যাচ্ছে।এরই ধারাবাহিকতায় ২৫ জানুয়ারি, ২০২৬ এ হয়ে গেল ক্লিনিক্যাল মাইক্রোবায়োলজিস্টদের নিয়ে একটি ওয়েবিনার। যেখানে উপস্থিত ছিলেন দেশের বিভিন্ন ডায়াগনস্টিক /ক্লিনিক/হাসপাতালে কর্মরত বিশিষ্ট ক্লিনিক্যাল মাইক্রোবায়োলজিস্ট। পপুলার ডায়াগনস্টিক এ কর্মরত জুনিয়র কনসাল্ট্যান্ট হাবিবুর রহমানের সুন্দর প্রয়াসে আরও উপস্থিত ছিলেন ইম্পালস হাসপাতাল , ইউনাইটেড হাসাপাতাল,আজগর আলী হাসপাতালের কর্মরত বিশিষ্ট ক্লিনিক্যাল মাইক্রোবায়োলজিস্ট।সম্প্রতি ক্লিনিক্যাল রিপোর্টে মাইক্রোবায়োলজিস্ট /বায়োকেমিষ্ট দের স্বাক্ষর দেওয়া নিয়ে যে জটিলতা তৈরি হয়েছে, সে বিষয়ে ব্যাপক আলোচনা করা হয় । সেই সাথে আশু এর সঠিক প্রতিকার সহ আগের মতই ক্লিনিক্যাল রিপোর্টে মাইক্রোবায়োলজিস্ট /বায়োকেমিষ্ট দের স্বাক্ষর নিশ্চিত করতে সবার সম্মতি জ্ঞাপন করা হয়।সরকারের সংশ্লিষ্ট মহল এ বিষয়ে আশ্বস্ত করবেন বলে ফার্মা মাইক্রোবায়োলজিস্ট ফোরাম, মনেপ্রানে বিশ্বাস করে এবং পরবর্তীতে সকল ধরণের গঠনমুলক কাজে ক্লিনিক্যাল মাইক্রোবায়োলজিস্টদের সাথে একাত্মতা রাখবে বলে প্রতিশ্রুতবদ্ধ থাকবে ফার্মা মাইক্রোবায়োলজিস্ট ফোরাম, বাংলাদেশ।ক্লিনিক্যাল মাইক্রোবায়োলজিস্টদের জন্ন্য এই ওয়েবিনার সঞ্চালনায় ছিলেন ফার্মা মাইক্রোবায়োলজিস্ট ফোরামের আহবায়ক জনাব মনোজিৎ কুমার রায়
