ভোরের বাংলাদেশ প্রতিবেদক:
ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি এর কর্মকর্তাদর অংশগ্রহণ ‘এ্যানুয়াল রি¯ কনফারন্স-২০২৪’ ৮ ডিসম্বর ২০২৪, রবিবার ভার্চুয়াল প্লাটফর্ম অনুষ্ঠিত হয়ছ। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকর ব্যব¯াপনা পরিচালক সয়দ ওয়াসক মাঃ আলীর সভাপতিত্বে সম্মলন প্রধান অতিথি হিসব উপ¯িত ছিলন বাংলাদশ ব্যাংকর ডিপার্টমট অব অফসাইট সুপারভিশন (ডিওএস)-এর পরিচালক আ. ন. ম. মঈনুল কবীর । অনুষ্ঠান স্বাগত বক্তব্য রাখন ব্যাংকর অতিরিক্ত ব্যব¯াপনা পরিচালক আবু রজা মাঃ ইয়াহিয়া। সম্মলন ব্যাংকিং খাত ঝুঁকি ব্যব¯াপনা বিষয় সশন পরিচালনা করন বাংলাদশ ব্যাংকর ডিওএস-এর যুগ্ম পরিচালক মাহমুদা হক। ব্যাংকর উপব্যব¯াপনা পরিচালক মাঃ মাসুদুর রহমান শাহ, মাঃ সিরাজুল ইসলাম ও মাঃ আকমল হাসন, ট্রনিং ইনস্টিটিউটর প্রিন্সিপাল মাঃ হাবিবুর রহমান, রি¯ ম্যানজমট ডিভিশনর প্রধান আলী নাহিদ খান, সকল আঞ্চলিক প্রধান এবং প্রধান কার্যালয়র সংশ্লিষ্ট বিভাগীয় প্রধান, শাখা ব্যব¯াপক ও শাখার দ্বিতীয় কর্মকর্তাগণ সম্মলন অংশগ্রহণ করন।
ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকর এ্যানুয়াল রি¯ কনফারন্স অনুষ্ঠিত
৩৪
