শামীমা রহমান
ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
ইসলামী বিশ্ববিদ্যালয়ে যাথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে।এ উপলক্ষে প্রশাসন ভবনের সামনে এবং হলসমূহে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন, বেলুন উড়ানো ও আনন্দ শোভাযাত্রার আয়োজন করা হয়।
সোমবার (১৬ ডিসেম্বর) সকাল ১০ টায় প্রশাসন ভবনের সামনে বিএনসিসি কর্তৃক গার্ড অব অনারসহ জাতীয় পতাকা উত্তোলন করেন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. এয়াকুব আলী।এসময় তাদের সাথে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম।
এরপর প্রশাসন ভবনের সামনে বেলুন উড়িয়ে এবং আনন্দ শোভাযাত্রা ক্যাম্পাসের বিভিন্ন চত্বর প্রদক্ষিণ করে মুক্তিযুদ্ধের স্মারক ভাস্কর্য ‘মুক্ত বাংলা’ চত্বরে সমবেত হয়।মুক্ত বাংলায় উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষের উপস্থিতিতে উপাচার্য প্রথমে পুষ্পস্তবক অর্পণ করেন।এরপর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সমিতি, অনুষদ, হল, বিভাগ,পরিষদ, ফোরাম, ছাত্র সংগঠন এবং বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন পর্যায়ক্রমে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।
এরপর শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্থাপিত ভিত্তিপ্রস্তরে উপাচার্য পুষ্পস্তবক অর্পণ করেন।তারপর যথাক্রমে জিয়া পরিষদ, ইউট্যাব, জাতীয়তাবাদী কর্মকর্তা-কর্মচারী ফোরাম, ইবি শাখা জাতীয়তাবাদী ছাত্রদল পুষ্পস্তবক অর্পণ করেন।
মুক্ত বাংলা ও শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্থাপিত ভিত্তিপ্রস্তরে পুষ্পস্তবক অর্পণ শেষে শহিদ বীর মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফিরাত ও শান্তি কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
দুপুর ১২ টায় বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে প্রধান অতিথি হিসেবে উপাচার্যের উপস্থিতিতে প্রীতি ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়।প্রতিযোগিতা শেষে অতিথিবৃন্দ বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। বাদ যোহর কেন্দ্রীয় মসজিদ, আবাসিক এলাকার মসজিদ ও সকল হল মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
প্রসঙ্গত,মহান বিজয় দিবস উপলক্ষে ১৫ ও ১৬ ডিসেম্বর প্রধান গেট, প্রশাসন ভবন, ‘মুক্ত বাংলা’, ডায়না চত্বর, শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্থাপিত ভিত্তিপ্রস্তর ও ভিসি বাংলো আলোকসজ্জিত করা হয়।
শামীমা রহমান
ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
