৩৬
শামীমা রহমান,ইবি প্রতিনিধি
ইসলামী বিশ্ববিদ্যালয়ের দিনাজপুর জেলা ছাত্র কল্যাণ সমিতির নতুন কমিটি গঠন করা হয়েছে। শনিবার (১২ জানুয়ারি) রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে ইংরেজি বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শামীম আহমেদ শুভ সভাপতি ও আল কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের রায়হান জামিল সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন।
নবনির্বাচিত সভাপতি শামীম আহমেদ শুভ বলেন, “যেহেতু আমাকে এই সমিতির প্রতিনিধি হিসেবে নির্বাচন করা হয়েছে, আমি সর্বোচ্চ প্রচেষ্টা করবো আমাদের নিজস্ব ঐতিহ্য ও সংস্কৃতিকে সমুন্নত রাখতে এবং তা নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে। এছাড়া নবীন শিক্ষার্থী ও প্রবীণ শিক্ষার্থীদের মধ্যে একটি সেতুবন্ধন সৃষ্টি করার মাধ্যমে সমিতি যেন সবার জন্য একটি শক্তিশালী প্ল্যাটফর্ম হিসেবে কাজ করতে পারে, সেটি নিশ্চিত করতে চাই।”
