৩৮
শামীমা রহমান,ইবি প্রতিনিধি
“আমি খুব বিনীতভাবে ইন্ডিয়ার সাংবাদিকদের প্রতি অনুরোধ করছি, আপনারা বাংলাদেশে এসে দেখে যান আমরা কেমন বাংলাদেশ বিনির্মাণ করছি” বলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।এদেশে জনগণের শাসন বাস্তবায়ন হচ্ছে কিনা সেটা দেখে যাওয়ার অনুরোধ করেন তিনি। এছাড়াও যারা এদেশে এসে সুন্দর রিপোর্ট তৈরি করেছেন,তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
শনিবার (১৮ জানুয়ারি) ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) টিএসসিসিতে সকাল সাড়ে ১১ টার দিকে ‘জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা ও গণমাধ্যম’ শীর্ষক সেমিনারে প্রধান আলোচকের বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার প্রসঙ্গে তিনি বলেন,“হাসিনার যেসব অপকর্ম ছিলো, তারমধ্যে গুমের অপরাধ ছিলো মারাত্মক।এটাকে আমরা জাস্টিস অ্যাকাউন্টিবিলিটির মধ্যে দেখছি। আমাদের প্রধান দায়িত্ব হলো দেশে ফিরিয়ে এনে তাদের বিচারের সম্মুখীন করা।”
তিনি আরো বলেন,“হাসিনার ফ্যাসিবাদী আমলের অপকর্ম আমরা পত্রিকায় দেখেছি, ফেসবুকে দেখেছি। কিন্তু এটাকে নিয়মতান্ত্রিকভাবে জানার জন্য শ্বেতপত্র রয়েছে। আপনারা এটা ডাউনলোড করে পড়ে নিবেন।এটি ৪০০ পৃষ্ঠার একটি অনন্ত দলিল।”
প্রেস সচিব জন আকাঙ্ক্ষা বাস্তবায়ন প্রসঙ্গে বলেন,“অনেকেই মনে করছে আমাদের বিপ্লব বেহাত হলো কিনা?জুলাই বিপ্লব বেহাত হয়নি।এটি যে আকাঙ্ক্ষা সৃষ্টি করেছিলো,সেরকমই আছে এবং সেই অনুযায়ী কাজ হচ্ছে।রাষ্ট্র সংস্কারের জন্য প্রধান উপদেষ্টা চার সংস্কার কমিশন প্রতিবেদন দিয়েছে।আশা করি,১৫ ফেব্রুয়ারির মধ্যে আমরা ঠিকঠাক সব রিপোর্ট পাবো।”
প্রেস সচিব পুলিশের ভূমিকা উল্লেখ করে বলেন,“পুলিশ কি আগের মতোই থাকবে, জনগণকে ফেইক কেস দিয়ে হ্যারাস করবে নাকি পুলিশ হবে জনগণের বন্ধু,সেটা নিয়েও কাজ করা হচ্ছে।”
সেমিনারে কমিউনিকেশন অ্যান্ড মাল্টিমিডিয়া জার্নালিজম বিভাগের সভাপতি অধ্যাপক ড. মোঃ রশিদুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম এবং যবিপ্রবির কোষাধ্যক্ষ ও ইবিসাসের সাবেক সভাপতি অধ্যাপক ড. হোসাইন আল মামুন উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ইবিসাসের সাধারণ সম্পাদক তাজমুল হক জায়িম।
