৪০
শামীমা রহমান, ইবি প্রতিনিধি
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ব্যবসায় অনুষদের অন্তর্গত শিক্ষার্থীদের সংগঠন বিজনেস ক্লাবের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৬ ফেব্রুয়ারী) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসির ১১৬ নং কক্ষে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সংগঠনটির সভাপতি নাজিম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়ার ইনোভেটিভ আইটি ইনস্টিটিউটের ম্যানেজিং ডিরেক্টর দীপক কুমার মন্ডল। এছাড়াও সংগঠনটির বিভিন্ন পর্যায়ের কার্যনির্বাহী সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিজনেস ক্লাবের সাধারণ সম্পাদক রাকিব হাসান এবং সঞ্চালনা করেন তানভীর হাসান রবিন ও উমাইয়া উর্মী।
এসময় নবীন সদস্যদের বরণ করে তাদের মাঝে বিজনেস সম্পর্কিত কুইজ ও বিজয়ীদের পুরুষ্কার প্রদান করা হয়। পাশাপাশি সদস্যদের আইইএলটিএস এর ধারণা দিতে বিশেষ ক্লাস নেওয়া হয়। এতে সংগঠনটির প্রায় শতাধিক সদস্য অংশগ্রহণ করেন।
স্বাগত বক্তব্যে সাধারণ সম্পাদক রাকিব হাসান বলেন, “বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের শিক্ষার্থীদের একমাত্র সংগঠন বিজনেস ক্লাব। সংগঠনটির যাত্রা গতো বছর শুরু হয়েছে এবং প্রথম বারের মতো নবীনদের সদস্যদের বরণ করে নেওয়া হয়েছে। আমরা আশা করছি অদূর ভবিষ্যতে এই সদস্যরা আমাদের সংগঠনের সফলতা বয়ে আনবে।”
সমাপনী বক্তব্যে সংগঠনটির সভাপতি নাজিম হোসেন বলেন, “আমাদের এই সংগঠনটির প্রতিষ্ঠার মূল লক্ষ্য বর্তমান এই প্রতিযোগীতা মূলক বাজারে সদস্যদের এগিয়ে রাখার জন্য। বর্তমানে সকল চাকরি বা ব্যবসা করার জন্য দরকার ভালো স্কিল। মূলত এই স্কিল সমূহ বৃদ্ধিই আমাদের ক্লাবের কাজ। আশা করছি ভবিষ্যতে সকল সদস্যরা মিলে নিজ এবং সংগঠনের সফলতা বয়ে আনতে পারবো।”
