ভোরের বাংলাদেশ প্রতিবেদক:
টাঙ্গাইলে এবারই প্রথম অনুষ্ঠিত হয়ে গেলো টাঙ্গাইল ডাকবিভাগ আয়োজিত দুর্লভ ও দুষ্প্রাপ্য ডাকটিকিট প্রদর্শনী মেলা “টাঙ্গাইলপেক্স-২০২৫”। ২২ ফেব্রুয়ারি শনিবার টাঙ্গাইল প্রধান ডাকঘর প্রাঙ্গণের এ মেলার শুভ উদ্বোধন করেন ঢাকা কেন্দ্রীয় সার্কেলের পোস্টমাস্টার জেনারেল মোঃ ফরিদ আহমেদ। উদ্বোধনের সময় তিনি বলেন, ডাক বিভাগের সুনাম তারুণ্যের কাছে পৌছে দিতে টাঙ্গাইল ডাক বিভাগের এমন আয়োজন অবশ্যই বিশেষ ভূমিকা পালন করবে।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন টাঙ্গাইল পোস্টাল ডিভিশনের ডেপুটি পোস্টমাস্টার জেনারেল মোঃ মোরশেদ আলম, টাঙ্গাইল প্রধান ডাকঘরের পোস্টমাস্টার (১ম শ্রেণি) আব্দুল্লাহ আল-নোমানসহ টাঙ্গাইলের সকল উপজেলা, সাব-পোস্টমাস্টার ও ঢাকা-রাজশাহী ফিলাটেলিক ক্লাবসহ টাঙ্গাইলের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীবৃন্দ। মেলায় দুর্লভ ও দুষ্প্রাপ্য ডাকটিকিট প্রদর্শনীর পাশাপাশি পত্রলিখন প্রতিযোগিতা ও পিঠা উৎসবেরও আয়োজন করা হয়। দিনব্যাপী এ মেলাপ্রাঙ্গণ দর্শনার্থীদের উপচেপড়া ভিড়ে মুখরিত ছিল।
