বাংলাদেশ জাহাজ শ্রমিক ফেডারেশনের জরুরী সভ
সফিউর রহমান সফিক
——————————-
আজ ২৩ শে ফেব্রুয়ারি বিকাল ৩: টায় বাংলাদেশ জাহাজ শ্রমিক ফেডারেশনের এক বিশেষ জরুরী সভা রাজধানীর একটি অভিজাত হোটেলে মোজাম্মেল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উক্ত জরুরী সভায় লাইটার জাহাজ, ভারতগামী জাহাজ, বালু বাল্ক হেড সহ নৌ পথে চলাচলরত সকল সকল নৌযানে চাঁদাবাজি, সন্ত্রাস ,ডাকাতি , নানান নিপীড়ন- নির্যাতন বন্ধ ও নির্বিঘ্নে নৌপথে নৌ চলাচলের পদক্ষেপ গ্রহণ করার জন্য বর্তমান সরকারের প্রতি আহ্বান জানান উক্ত সংগঠনের নেতৃবৃন্দ ।
এর পাশাপাশি ফেডারেশনের সাংগঠনিক কার্যক্রম আরো গতিশীল করার জন্য উক্ত জরুরি সভায় বক্তারা সংগঠন ও শ্রমিকদের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে বিভিন্ন মতামত উপস্থাপন করেন । এছাড়া বাংলাদেশ জাহাজ শ্রমিক ফেডারেশনের কার্যক্রম ও সংগঠনকে আরো গতিশীল করার লক্ষ্যে শ্রমিক বান্ধব নতুন নতুন নেতৃত্ব আনার মাধ্যমে সংগঠনের কার্যক্রম আরো জোরদার করার লক্ষ্যে কেন্দ্রীয় কমিটিতে নতুন মুখ এনে সংগঠনকে শক্তিশালী করার অভিমত ব্যক্ত করেন আলোচনা সভার বক্তারা । সেই সিদ্ধান্ত মোতাবেক আজকের এই জরুরী সভায় শ্রমিক বন্ধক মেহনতি মানুষের সুখে- দুঃখের সাথী শ্রমিক নেতা ব্যবসায়ী গোলাম কিবরিয়া মিয়াজিকে সর্ব সম্মতিক্রমে সংগঠনের সহ-সভাপতি নির্বাচিত করা হয়। গোলাম কিবরিয়া মিয়াজি এতদিন এই সংগঠনের নেতৃত্ব না থেকেও সংগঠনের বাহিরে থেকে বিভিন্ন নৌযান শ্রমিক সংগঠন গুলোকে এবং সংগঠনের শ্রমিকদের বিভিন্ন সমস্যায় পাশে দাঁড়িয়ে তাদেরকে সহযোগিতা করে আসছে। এছাড়া শ্রমিকদের যেকোনো আপদে বিপদে কিবরিয়া মিয়াজী সব সময় পাশে থেকে শ্রমিকদের নানান সমস্যা সমাধান করার অতীত রেকর্ড আছে বলে বিশেষ জরুরি এই সভায় বিভিন্ন বক্তারা একথা উল্লেখ করেন
।
