গাজীপুরের কালিয়াকৈরে উপজেলার শফিপুর রতনপুর রেললাইন সংলগ্ন মাঠে খেলতে গিয়ে মিরাজুল ইসলাম নামে ৬ বছরের একটি শিশু নিখোজ হয়েছে । মিরাজ সিরাজগন্জ সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের রাশেদুল ইসলামের ছেলে । নিখোঁজের ১৪ পার হয়ে গেলেও এখনো উদ্ধার করতে পারেনি পুলিশ । পরিবারের সদস্যরা চরম উদ্বেগ আর উৎকণ্ঠার মধ্যে দিন পার করছেন । পরিবারের পক্ষ থেকে স্থানীয় থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।পুলিশ জানিয়েছে, বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং বিভিন্ন স্থানে তল্লাশি চালানো হচ্ছে। পাশাপাশি প্রযুক্তির সহায়তায় নিখোঁজের সম্ভাব্য অবস্থান শনাক্তের চেষ্টা চলছে।এদিকে, পরিবারের সদস্যরা দ্রুত প্রিয়জনকে ফিরে পাওয়ার আকুতি জানিয়েছেন।
নিখোঁজের ১৪ পার হয়ে গেলে ও উদ্ধার করতে পারেনি পুলিশ শিশু মিরাজুল ইসলাম কে।
৪১
previous post
