গাজায় বর্বরোচিত গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে কালিয়াকৈর ছাত্রদল ।
দেওয়ান সামান উদ্দিন ।
গাজা ও রাফায় ইসরায়েলের বর্বরোচিত গণহত্যার প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় ঘোষণার অংশ হিসেবে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে কালিয়াকৈর ডিগ্রি কলেজ, কালিয়াকৈর পৌর ও উপজেলা ছাত্রদল। আজ দুপুরে কালিয়াকৈর চন্দ্রায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক প্রদক্ষিন করে ট্রাফিক পুলিশ বক্সের সমানে এসে আলোচনা সভা করে । এতে নেতাকর্মীরা চলমান হামলার তীব্র নিন্দা প্রতিবাদ জানান। বক্তারা অবিলম্বে গণহত্যা বন্ধের দাবি জানিয়ে বিশ্ব বিবেককে জাগ্রত হওয়ার আহ্বান জানান। এ সময় উপস্থিত ছিলেন গাজীপুর জেলা ছাত্র দলের সাধারন সম্পাদক জাফর ইকবাল জনি , গাজীপুর জেলা ছাত্র দলের সিনিয়র সহসভাপতি মোঃ সোহাগ হোসেন , কালিয়াকৈরে উপজেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক রিপন মাহমুদ , কালিয়াকৈর উপজেলা ছাত্র দলের সদস্য সচিব আলামিন দেওয়ান , কালিয়াকৈর পৌর ছাত্র দলের সদস্য সচিব সাদ মোঃ শামীম , তোফায়েল হোসেন , মো: শাওন ঈসমাইল সহ আরো অনেকে ।
গাজায় বর্বরোচিত গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে কালিয়াকৈর ছাত্রদল ।
৭৬
