গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
টাঙ্গাইলের গোপালপুরে এবার আড়াই বিঘা জমির আধা পাকা বোরো ধান বিষ প্রয়োগে পুড়িয়ে দেয়ার অভিযোগ পাওয়া গেছে। এর আগে কড়িয়াটা গ্রামে পারিবারিক শত্রæতার জেরে বিষ দিয়ে মৃত মনসুর আলীর ছেলে দুদু মিয়ার চার বিঘা জমির থোর ধান পুড়িয়ে দেয়ার ঘটনা ঘটেছিল। থানা পুলিশ পারিবারিক শত্রæতার জেরে এমন অপরাধ সংঘটনের সত্যতা নিশ্চিত করেছেন।
জানা যায়, উপজেলার হাদিরা ইউনিয়নের কড়িয়াটা গ্রামের প্রকৌশলী হাবিব উদ্দীনের চাতুটিয়া মৌজার ৭৫ শতাংশ জমি বর্গা নিয়ে পড়শি ফরিদ শেখ এবার বোরোর আবাদ করেন। গত শনিবার রাতে একদল দুর্বৃত্ত ওই ধানী জমিতে বিষাক্ত কীটনাশক স্প্রে করে। ফলে জমির সব ধান গাছ ক্রমান্বয়ে মরে যায়।
উপজেলা কৃষি অফিসের উদ্ভিদ সংরক্ষণকারি কর্মকর্তা এমএ হালিম জানান, লিখিত অভিযোগের প্রেক্ষিতে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি এরাক্সন প্যারাকোয়েট-২০০ এসএল নামক বিষ প্রয়োগে ধানী জমি পুড়িয়ে দেয়ার আলামত খুঁজে পান। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে। জমির মালিক প্রকৌশলী হাবিব উদ্দীন এবং বর্গাদার ফরিদ শেখ দোষীদের শাস্তি দাবি করেন। তদন্তকারি কর্মকর্তা এসআই চন্দন পাল ঘটনার সত্যতা স্বীকার করে জানান, পারিবারিক শত্রæতার কারণে বোরো জমির ধান পোড়ানোর ঘটনা ঘটেছে। আসামীদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।
মো. সেলিম হোসেন
০২.০৫.২০২৫
গোপালপুরে আবারো জমির ধান বিষ দিয়ে পোড়ানোর অভিযোগ
৪৮
